আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের নওয়াপাড়া গ্রামে পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধ ভাঙ্গন রক্ষার্থে পাইলিংয়ের কাজে অনিয়মের অভিযোগ পাওয়া গেছে। স্থানীয়রা কাজে অনিয়ম, নি¤œমান ও নির্ধারিত পরিমাপের কমে বল্লি ও বাঁশ ব্যবহার করায় কাজ বন্দ করে দিয়েছে।
নওয়াপাড়া গ্রামে পাউবো’র বেড়ী বাঁধের অবস্থা খুবই শোচনীয়। বাঁধটি রক্ষার্থে ২০০ মিঃ দীর্ঘ ভাঙ্গন কবলিত বাঁধে পাইলিংয়ের কাজ করা হচ্ছে। সিডিউল অনুযায়ী বল্লির লম্বায় ৩ ভাগের এক ভাগের উপরে ১৮ ইঞ্চি ব্যাসার্ধ থাকার কথা থাকলেও অনেক বল্লি ১৮ ইঞ্চির অনেক কমে ব্যবহার করা হচ্ছে। প্রত্যেক বল্লির লম্বা ৪ মিঃ অর্থাৎ ১৩ ফুট হওয়ার কথা থাকলেও মাঝে মধ্যে ১০ ফুট থেকে ১৩ ফুটের কম লম্বা বিশিষ্ট বল্লির ব্যবহার করা হচ্ছে। অতিরিক্ত বাঁকা বল্লির ব্যবহারে নিষেধ থাকলেও অনেক ক্ষেত্রে মানা হচ্ছেনা। বল্লির মাঝখানে ৪টি করে বাঁশ দেওয়ার নিয়ম থাকলেও কোন কোনটিতে ৩টি করে বাঁশ দেওয়া হচ্ছে। বাঁশ কমপক্ষে ৯ ফুট লম্বা হওয়ার কথা এবং ৯ ফুটের মধ্যে সাড়ে ৬ ফুট মাটির নীচে ঢোকানোর কথা এবং আড়াই ফুট উপরে রাখার কথা থাকলেও ৮ ফুট ও ৯ ফুটের কম লম্বা বাঁশও ব্যবহার করা হচ্ছে। স্থানীয় সচেতন মহলের পক্ষে গোলাম হোসেন গাজীসহ অন্যরা নি¤œমান ও নিয়মকে তুয়াক্কা না করে কাজ চলতে থাকায় বাধা প্রদান করেন। ফলে অনিয়মে কাজ বাধা গ্রস্ত হলেও তাদের অনুপস্থিতির সময় নিয়ম বহির্ভূত মালামাল ব্যবহার করে কাজ চালান হচ্ছে বলে তারা জানান। কাজ দেখে নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা তাদের দায়িত্ব প্রাপ্ত কাউকে এলাকাবাসী পাচ্ছেনা। বৃহস্পতিবার বেলা ১১.৩০ টার দিকে কাজের স্থানে একদল সাংবাদিক গেলে তাদের অনিয়ম প্রমানিত হয়। এ ব্যাপারে ইঞ্জিঃ আমান উল্লাহর সাথে মোবাইলে কথা বলেলে তিনি জানান, সেখানে গিয়ে খাট, ছোট ও বাঁকা অনেকগুলো বল্লি বেছে বাদ দেওয়া হয়েছে। ১৩ ফুট লম্বা বল্লি, বল্লির ব্যাসার্ধ নীচ থেকে উপরের দিকে ৩ ভাগের এক ভাগের পর থেকে কমপক্ষে ১৮ ইঞ্চি হতে হবে। আকাঁবাক বল্লি ব্যবহার করা যাবেনা। বাঁশ ৯ থেকে ১০ ইঞ্চি লম্বা হতে হবে। এক বল্লি হতে অন্য বল্লির মাঝে ৪টি করে বাঁশ পুততে হবে। এর ব্যত্যয় হলে তা ব্যবহার করতে দেওয়া যাবেনা। নিয়ম বহির্ভূত বল্লি ও বাঁশ তিনি নিজের হাতে বেছে নিয়ে বাদ দিয়ে এসেছেন বলে জানান। তিনি স্থানীয়দের কাজ দেখে নেওয়ার জন্য অনুরোধ জানান।