আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী জাহিদা ইসলামের পক্ষে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রয়াত ইউপি চেয়ারম্যান এস এম রফিকুল ইসলামের কচুয়াস্থ বাস ভবনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন, সাবেক ইউপি সদস্য আঃ ছাত্তার (বাহাদুরপুর)। সভায় প্রয়াত রফিকুল ইসলামের স্ত্রী জাহিদা ইসলাম, শিক্ষক আঃ ছাত্তার (কচুয়া), ফিরোজ মালী (আরার), মাষ্টার মঙ্গল কুমার (মহিষাডাঙ্গা), ব্যাংকার আঃ হান্নান মালী (আরার), মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম, সাবেক সেনা সদস্য আঃ জলিল, ইনামুল হক (কুল্যা) সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ আলোচনা রাখেন। বক্তাগণ আসন্ন উপ নির্বাচনে জাহিদা ইসলামের প্রতীক চশমা মার্কায় দলমত নির্বিশেষে ভোট দিয়ে যোগ্যতা ও সততার সাথে ইউনিয়নবাসীকে সেবা প্রদান ও এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ দানের জন্য অনুরোধ জানান।