ব্যক্তি, সমিতি ও এনজিও’র নামে সুদি কারবারের শিকার হয়ে আশাশুনি উপজেলার হাজার হাজার মানুষ সর্বশান্ত, বাড়িঘর ছাড়া ও চরম বিপর্যস্ত হচ্ছে। সুদের কারবারীরা বহাল তবিয়তে সরকারি নিয়মনীতি ভঙ্গ করে চড়া সুদের কারবার করে চললেও তাদের রুখে দেওয়ার ব্যবস্থা না থাকায় সমাজ হতাশ হয়ে পড়েছে।
উপজেলার বিভিন্ন ইউনিয়নে এখন ব্যক্তি পর্যায়ে সুদি কারবার, সমিতির নামে সরকারি নিয়ম-নীতির তুয়াক্কা না করে, সমবায় ও সমাজ সেবা অধিদপ্তরের রেজিস্ট্রেশান নিয়ে অধিদপ্তরের সাথে চুক্তিপত্রের শর্তভঙ্গ করে এবং কোন কোন নাম সর্বস্ত এনজিও চড়া সুদের কারবার চালিয়ে যাচ্ছে। সুদের টাকা শোধ দিতে না পেরে ঋণ গ্রহিতাদের অনেকে এলাকা ছাড়তে বাধ্য হচ্ছে। অনেকে সুদ গুনতে গুনতে সর্বস্ব খুইয়েও সুদ শোধ দিতে অসমর্থ হয়ে পড়ছে। ব্যবসা, চাষাবাদ, মৎস্য চাষ, গৃহস্থলী মালামাল ক্রয়, মেয়ের বিয়েসহ বিভিন্ন কারণে মানুষ সুদখোরদের দারস্থ হয়ে থাকে। এসুযোগে সুদখোর বা সুদে ঋণদ্বাতা প্রতিষ্ঠান ঋণ গ্রহিতাদের নিকট থেকে সাদা স্ট্যাম্পে স্বাক্ষর করিয়ে নেওয়া, টাকার অঙ্ক না বসানো স্বাক্ষরকৃত ব্যাংকের চেক নিয়ে ঋণের টাকা দিয়ে থাকেন। হাজারে প্রতি সপ্তাহে ৫০Ñ৭০ টাকা, কোন কোন ক্ষেত্রে হাজারে মাসিক ৫০ থেকে ১০০ টাকা করে সুদ আদায় করা হয়ে থাকে ব্যক্তি পর্যায়ের সুদি কারবারে। এনজিও ও সমিতি পর্যায়ে ১৫ থেকে ২০% চক্রবৃদ্ধি হারে সুদ আদায় করা হয়ে থাকে। গোয়ালডাঙ্গার শফিকুল ইসলাম, আনুলিয়ার তাপস দেবনাথ, কুল্যার প্রদীপ কুমার, নওয়াপাড়ার আঃ রহিম, মোসলে, বড়দলের লতিফ মোল্যা, ধান্যহাটির নাজমা খাতুন, বুধহাটার মনিরুল, শিল্পী, ছোহরাব, শামছুর, মালেক, রাজ্জাক, বেবী, রোকেয়া, দাউদ, মোস্তফা, হাকিম, জলিল, সাইদ, এনামুল, রউফ, আলাউদ্দিন, খলিল, ইশার আলি, নজরুল, রশিদ, আহাদুল্লাহ, ইয়াছিন, তুহিন, কার্ত্তিক, আলমগীর, ফেরদৌস, মান্নান, নাকতাড়ার সখিনাসহ বহু ব্যক্তি ব্যক্তি পর্যায়ে সুদি কারবার করে চলেছেন। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।