আশাশুনি উপজেলার বদরতলা বাজারে নিষিদ্ধ পণ্য ও মেয়াদ উত্তীর্ণ মালামালের কেনাবেচা বন্দ ও আইন অমান্য রোধে অভিযান পরিচালনাকালে জব্দকৃত মালামাল ছিািনয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১০ জুলাই) বদরতলা বাজারের হালিমা স্টোরে এ ঘটনা ঘটে।
উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর জি এম গোলাম মোস্তফা ভেজাল, নিষিদ্ধ পন্য ও মেয়াদ উত্তীর্ণ দ্রব্য সামগ্রী বেচা কেনা বন্দ, মহামান্য হাই কোর্টের নির্দেশ বাস্তবায়ন ও জনস্বাস্থ্য রক্ষার্থে উপজেলার বিভিন্ন বাজারে নিয়মিত অভিযান পরিচালনা করে চলেছেন। এরই অংশ হিসাবে বুধবার বদরতলা বাজারে অভিযান চলাকালে হালিমা স্টোরে উপস্থিত হয়ে বিপুল পরিমান মেয়াদ উত্তীর্ণ ও মাহামান্য হাইকোর্ট কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কনফিডেন্স ও মুস্কান লবণ, রাধুনীর গুড়া ধনিয়া ও জিরা, টেস্টি ধনিয়ার গুড়া, পুষ্টি আটা ও সরিষার তেল, মধুমতি লবণসহ বিভিন্ন মালামাল জব্দ করেন। জব্দ তালিকা করার পর দোকান মালিক বজলুর রহমানের পুত্র কামরুল ইসলাম কর্মকর্তা ও তার সহযোগিদের উপর চড়াও হয়ে জব্দকৃত মালামাল ছিনিয়ে নেন। এ ঘটনায় বাজার এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। চরম ভাবে আইন অমান্য করা এবং আদালতের নির্দেশ ও সরকারের আদেশ বাস্তবায়নে প্রতিবন্ধকতা সৃষ্টির পাশাপাশি মানুষকে আইন অমান্য করতে উৎসাহিত করার মত জঘন্য ঘটনায় দায়িত্বরত কর্মকর্তাসহ তার সঙ্গীসাথীগণ কিংকর্তব্যবিমুঢ় হয়ে পড়েন। বিষয়টি উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করা হলে ইউএনও ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মীর আলিফ রেজার নির্দেশে দোকানীকে জব্দকৃত মালামাল নিয়ে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টার মধ্যে ইউএনও মহোদয়ের কার্যালয়ে হাজির হতে মৌখিক নোটিশ করা হলেও এ রিপোর্ট লেখা (বেলা আড়াই টা) পর্যন্ত দোকানী উপস্থিত হননি।