রাজশাহী বিশ^বিদ্যালয়ের (রাবি) ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যা মামলায় আদালতের দেয়া রায়ের এক বছর পেরিয়ে গেলেও বাস্তবায়ন হয়নি। আদেশ বাস্তবায়নে দৃশ্যমান কোন অগ্রগতিও লক্ষ্য করা যায়নি। ফলে রায় কার্যকর হবে কি না তা নিয়ে চরম হতাশাগ্রস্থ হয়ে ক্ষোভ প্রকাশ করছেন নিহতের পরিবারসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। এ হত্যাকান্ডের মামলায় গত বছরের ৮ মে দুই জনের ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন কারাদন্ডাদেশ দেন রাজশাহীর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শিরীন কবিতা আখতার।
আদালতের রায়ে মামলায় প্রধান আসামি রাবির ইংরেজি বিভাগের শিক্ষার্থী শরিফুল ইসলাম ও বগুড়ার শিবগঞ্জের মাসকাওয়াত হাসান ওরফে আব্দুল্লাহ ওরফে সাকিবের ফাঁসির নির্দেশ দেওয়া হয়। একই সাথে রাজশাহীর পবা উপজেলার নারকেলবাড়িয়া পূর্বপাড়া গ্রামের আবদুস সাত্তার ও তার ছেলে রিপন আলী এবং নীলফামারীর মিয়াপাড়ার রহমতুল্লাহকে যাবজ্জীবন কারাদ-াদেশ দেওয়া হয়।
এদিকে রায়ের এক বছর পেরিয়ে গেলেও কার্যকর না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে নিহতের মেয়ে রিজওয়ানা হাসিন শতভী বলেন, হত্যার প্রায় তিন বছরের মাথায় রায় ঘোষণা করা হয়। আবার রায় ঘোষণার এক বছর পেরিয়ে গেছে, কিন্তু কার্যকরের লক্ষ্যে দৃশ্যমান কোন অগ্রগতি দেখতে পাচ্ছিনা। যে কারণেই শঙ্কা হচ্ছে, দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে উচ্চ আদালতের মাধ্যমে এসব অপরাধীরা পার পেয়ে যায় কি না। এমন ঘটনায় আসামীদের পক্ষে রাজনৈতিক প্রভাব না খাটানোরও আহবান জানান নিহতের মেয়ে শতভী।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৩ এপ্রিল সকালে রাজশাহী নগরীর শালবাগান এলাকায় নিজ বাড়ির কাছে রাবির ইংরেজি বিভাগের অধ্যাপক ড. এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহত শিক্ষকের ছেলে রিয়াসাত ইমতিয়াজ সৌরভ বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় হত্যা অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করেন নগরীর গোয়েন্দা শাখার পরিদর্শক রেজাউস সাদিক। প্রায় সাড়ে ৬ মাসের তদন্ত শেষে ২০১৭ সালের ৬ নভেম্বর ৮ জনকে আসামি করে প্রতিবেদনটি আদালতে জমা দেন তিনি।
আর চাঞ্চল্যকর এ হত্যা মামলার অভিযুক্ত আট আসামির মধ্যে খায়রুল ইসলাম বাঁধন, নজরুল ইসলাম ওরফে হাসান ওরফে বাইক হাসান ও তারেক হাসান ওরফে নিলু ওরফে ওসমান আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে কথিত ‘বন্ধুকযুদ্ধে’ নিহত হয়েছে। এছাড়াও এ মামলায় জড়িত সন্দেহে আটককৃত রাবি শিক্ষার্থী-শিবির কর্মী হাফিজুর রহমান রিমান্ডে গিয়ে কারা হেফাজতে মারা যায়। এরপর ২০১৭ সালের ১২ সেপ্টেম্বর থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এতে ৩২ জনের মধ্যে রাষ্ট্র ও আসামিপক্ষের ২৬ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে গত ১১ এপ্রিল উভয়পক্ষের সাক্ষ্যগ্রহণ, শুনানি ও দুই দিনের যুক্তিতর্ক শেষে গত বছরের ৮ মে রায় ঘোষণা করেন আদালত।