গাজীপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান টঙ্গী পাইলট স্কুল এ- গার্লস কলেজ প্রাঙ্গণে বৃহস্পতিবার দুপুরে শিক্ষার মান উন্নয়নে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত সহকারি প্রধান শিক্ষক মো. আবুল হোসেনের সভাপতিত্বে ও শিক্ষক প্রতিনিধি মো. আবু জাফর আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন অধ্যক্ষ মো. আলাউদ্দিন মিয়া।
এতে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন শিক্ষক মাহবুবুল আলম, কামাল হোসেন, মাহবুবুর রহমান, আবুল হোসেন শেখ, একেএম ফারুক, লতিফা পারভীন, রাখী সাহা, সাবিনা সুলতানা, হোসনে আরা জলি, হারুন অর রশিদ, মোয়াজ্জেম হোসেন, শাহিদা খানম হিরা, মোস্তাফিজুর রহমান, হানিফ উদ্দিন, আমজাদ হোসেন, গোলাম মাওলা, আনোয়ারা সিকদার ও সালমা আক্তার প্রমুখ।
বক্তারা বলেন, প্রতিবছর পাইলট স্কুল এ- গালর্স কলেজের শিক্ষার মান ও পাশের হার বেড়েই চলছে। শিক্ষার্থীদের শিক্ষার মান আরো উন্নত করার লক্ষে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরকেও এগিয়ে আসতে হবে।