ময়মনসিংহের গফরগাঁওয়ে শিবগঞ্জ বাজারে গত বুধবার দিবাগত গভীর রাতে একটি স্বর্ণের দোকানে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। স্বর্ণের দোকানের ১১ বছরের বিশ্বস্ত কর্মচারীর নেতৃত্বে এ ডাকাতি সংঘটিত হয় বলে দোকান মালিক সুমন পাল জানিয়েছেন।
থানা পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে, উপজেলার শিবগঞ্জ বাজারের বাসষ্ট্যান্ড এলাকায় সাঈদ মাষ্টারের মার্কেটে মালিক সুমন পাল বুধবার রাতে দোকান বন্ধ করে প্রতিদিনের ন্যায় দোকানে ঘুমিয়ে ছিলেন। ১১ বছরের বিশ্বস্ত কর্মচারী সন্তোষ (৩৫) এ সময় দোকানে ভিতরে বসে কাজ করছিল। রাত ১ টার দিকে সন্তোষ দোকানের পিছনের দরজা খুলে পার্শ্ববর্তী কুর্ষাপুর গ্রামের মামুন (১৯) ও আয়ুব আলী (৫০) কে দোকানের ভিতর ঢুকিয়ে ঘুমন্ত দোকান মালিক সুমন পালের হাত-পা বেধে, এলোপাতারি কিল ঘুষি মেরে, মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করতে চায়। পরে ডাকাতরা সুমন পালকে মৃত ভেবে সুন্দকের তালা খুলে ভাঙ্গারী ও তৈরিকৃত ২০ ভরি স্বর্ণ, ২’শ ভরি রুপা, নগদ ১ লাখ ২০ হাজার টাকাসহ প্রায় ১১ লাখ টাকার মালামাল লুট করে নেয়। দোকান মালিক সুমন পালকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা দেওয়া হয়।