গাজীপুরের টঙ্গী জামাই বাজার এলাকায় ঋণের টাকা পরিশোধে ব্যর্থ হয়ে কাজী হান্নান (৪৫) নামে এক মুদি ব্যবসায়ি আত্মহত্যা করেছেন। বুধবার গভীর রাতে এ ঘটনাটি ঘটে। টঙ্গী পূর্ব থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক শুভ মন্ডল আজ (বৃহস্পতিবার) সকালে নিহতের লাশ উদ্ধার করে গাজীপুর মর্গে প্রেরণ করেন।
পুলিশ সূত্রে জানা যায়, এনজিওর ঋণের টাকা পরিশোধ করতে না পেরে মাদারিপুর ট্রেডার্স নামক নিজ মুদি দোকানের সিলিং এর সঙ্গে গলায় রশি পেঁচিয়ে ফাঁস দিয়ে আতœহত্যা করেন তিনি। নিহত হান্নান মাদারীপুর জেলার শিবচর থানার কিনাই কাজীর ছেলে।
নিহতের স্বজন ও স্থানীয়রা জানান, ব্যবসায়ের জন্য বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান ও ব্যক্তিদের কাছ থেকে অধিক সুদে প্রায় চল্লিশ লক্ষ টাকা ঋণ গ্রহণ করেন হান্নান। এরপর থেকে নিয়মিত মাসিক ১ লক্ষ ৫০ হাজার টাকা সুদ পরিশোধ করে আসছিলেন। ঋণের টাকা শোধ করতে গিয়ে তাদের সংসারে অভাব অনটন দেখা দেয়। আজ (বৃহস্পতিবার) সকালে ছিল সাপ্তাহিক ঋণের টাকার কিস্তি পরিশোধ করার দিন। অভাবের কথা শুনে এনজিওর মাঠকর্মী ও আশপাশের পাওনাদাররা আগে থেকেই টাকা দেয়ার জন্য তাকে চাপ দিচ্ছিল। তাই এ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন তিনি। কিস্তির টাকা সংগ্রহ করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন হান্নান। খোঁজাখুজির একপর্যায়ে নিজ দোকানে লাশের সন্ধান পেয়ে থানা পুলিশে খবর দেয় পাশ্ববর্তি দোকানিরা। খবর পেয়ে টঙ্গী পূর্ব থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
নিহত হান্নান জামাই বাজার এলাকায় একটি ভাড়া বাড়িতে পরিবারের সঙ্গে বসবাস করে আসছিলেন।
এব্যাপারে যোগাযোগ করা হলে টঙ্গী পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কামাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।