পাবনার চাটমোহর উপজেলার কাটাখালী আইনুল উলুম দাখিল মাদ্রাসার সুপার মওলানা মোঃ নাসির উদ্দিনের ছেলের সাথে তার মাদ্রাসার ৮ম শ্রেণীর এক ছাত্রীর বাল্যবিয়ে দেওয়া ও পরবর্তীতে সেই মেয়েকে তালাক প্রদানকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে এলাকাবাসী। সুপারের অপসারণের দাবিতে মানববন্ধন করেছে ওই মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী,অভিভাবক ও এলাকাবাসী। সোমবার দুপুরে মাদ্রাসার পাশেই কাটাখালী বাজারে ঘন্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এদিকে মাদ্রাসার সুপার মওলানা মোঃ নাসির উদ্দিন এই ঘটনাকে ভিন্ন খাতে নেওয়ার জন্য মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি সহ এলাকার নিরীহ ব্যক্তিদের নামে চাটমোহর থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলায় ১৬ জনকে নামীয় ও অজ্ঞাতনামা আরো ১০/১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। মামলার বিবাদীরা অভিযোগ করেছেন,মাদ্রাসা সুপার নিজের অপকর্ম ঢাকতেই এলাকার দরিদ্র ও নিরীহ ব্যক্তিদের নামে মিথ্যে অভিযোগ সাজিয়ে এই মামলা দায়ের করা হয়েছে। মামলার অধিকাংশ বিবাদীই এই ঘটনার বিষয়ে কিছুই জানেন না। মামলা দায়ের করার পর পুলিশ সোমবার দিবাগত রাতে উপজেলার কাটাখালী গ্রামের আকাব্বর আলীর ছেলে নজরুল ইসলাম (৪০) ও আনকুটিয়া গ্রামের আহম্মদ আলীর ছেলে রবিউল ইসলাম (৫৫) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত রবিউল ইসলামের স্ত্রী অভিযোগ করেন পুলিশের উপস্থিতিতে রাতের বেলা মামলার বাদী মওলানা নাসির উদ্দিনের ভাতিজা ডাঃ রিয়াজ উদ্দিনের ছেলে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে রবিউলকে ধরে আনে। একই দিন অন্য বিবাদীদের বাড়িতেও পুলিশ হানা দেয়।
মামলার বাদী মওলানা মোঃ নাসির উদ্দিন মামলার এজাহারে উল্লেখ করেছেন,গত ২১/০৪/১৯ তারিখে এই মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী ও আনকুটিয়া গ্রামের নুরুল ইসলামের মেয়ে লাবনী আকতার বর্নার সাথে তার ছেলে আহম্মদ উল্লাহর বিয়ে দেন। বনিবনা না হওয়ায় লাবনীকে আহম্মদ উল্লাহ খোলা তালাক দেয়। মামলার এজাহারে আরো উল্লেখ করা হয়,এই ঘটনার পর মাদ্রাসার সভাপতি ডাঃ মোঃ হায়দার আলীসহ অন্যরা সুপারের অফিসে গিয়ে ৮ লাখ টাকা চাঁদা দাবি করেন। পরবর্তীতে গত ১/৬/১৯ ইং ডাঃ মোঃ হায়দার আলীকে ১ লাখ টাকা প্রদান করেন। পরে আবারও টাকা দাবি করলে সুপার টাকা দিতে অস্বীকার করেন। চাঁদা না দেওয়ায় গত ৩/৭/১৯ ইং তারিখে সুপার মাদ্রাসায় গেলে তাকে মারপিট করা হয়।
মামলা দায়ের করার পর পুলিশ ২ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। বিবাদীরা অভিযোগ করেছেন,মাদ্রাসার সুপার মওলানা মোঃ নাসির উদ্দিন নিজের অপকর্ম ঢাকতেই এলাকার নিরীহ লোকদের হয়রানী করার জন্যই এই মিথ্যে মামলা দায়ের করেছেন। কারণ সুপার ওই ছাত্রী ও তার অভিভাবকদের ভয়ভীতি দেখিয়ে বাল্যবিয়ে সম্পন্ন করেন। পরবর্তীতে তালাক প্রদান করেন। এ ঘটনার পর ওই ছাত্রী লাবনী আকতার উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। সুপার ওই ছাত্রী ও তার অভিভাবককে আইনের আশ্রয় না নেওয়ার জন্য হুমকি দিয়েছে বলে অভিযোগ। মঙ্গলবার মানববন্ধন চলাকালে বক্তারা অভিযোগ করেন,সুপার মাদ্রাসায় ব্যাপক অনিয়ম,দূর্নীতি করে চলেছেন। মাদ্রাসায় শিক্ষার পরিবেশ নেই। এ ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। একাধিকবার শালিস বৈঠকের আয়োজন করা হলেও সুপার তাতে হাজির হয়নি। মাদরাসায় প্রবেশের চেষ্টা করলে এলাকাবাসীর হাতে শারিরীকভাবে লাঞ্ছিত হন।
এ ব্যাপারে মাদ্রাসার সুপার নাসির উদ্দিনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি।