গতকাল ১১ জুলাই ছিলো বিশ্ব জনসংখ্যা দিবস। দিবসটি পালনে সারাদেশে নানা কর্মসূচি পালন করা হয়। কিন্তু পাবনার চাটমোহরে ফটোসেশনের মাধ্যমে বিশ্ব জনসংখ্যা দিবসের কর্মসূচি পালন করা হয় বলে একাধিক সূত্রে জানা গেছে। উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর এই ফটোসেশনের অয়োজন করে। সূত্রমতে সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বরে ব্যানার হাতে নিয়ে দাঁড়িয়ে ফটোসেশনের মাধ্যমে র্যালীর কার্যক্রম শেষ করা হয়। বিশ্ব জনমংখ্যা দিবসের বিষয়টি স্থানীয় পত্রিকাগুলোকে জানানো হয়নি। জানেন না চাটমোহরের সংবাদকর্মীরাও। উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তার নির্দেশে নাকি সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। কোন রকমে দিবসটি পালন করে তিনি দায়িত্ব শেষ করেছেন।