ওষুধ প্রশাসন অধিদপ্তর ও চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির আয়োজনে গতকাল বৃহস্পতিবার পাবনার চাটমোহরে নকল,ভেজাল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সবুজ সংঘ মিলনায়তনে চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক হেলালুর রহমান জুয়েলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ ইকতেখারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন পাবনার ড্রাগ সুপার কে এম মুহসীনীন মাহবুব ও ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডাঃ স ম বায়েজিদ উল ইসলাম। বক্তব্য দেন,চাটমোহর ব্যবসায়ী সমিতির সভাপতি কে এম বেলাল হোসেন স্বপন,কেমিস্ট এ- ড্রাগিষ্ট সমিতি পাবনার প্রতিনিধি সাইফুর রশীদ খান পিন্টু,চাটমোহর ওষুধ ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক আলহাজ¦ মোঃ আমিনুল ইসলাম,ফারিয়া চাটমোহরের সভাপতি গোলাম হাসনায়েন নাসিম,ভাঙ্গুড়ার প্রতিনিধি আঃ হামিদ প্রমূখ। সভায় ভেজাল,নকল ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ প্রতিরোধে সকল ওষুধ ব্যবসায়ীকে সতর্ক থাকার আহবান জানানো হয় এবং এ ব্যাপারে প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের পরামর্শ দেওয়া হয়। একই সাথে সরকার নির্ধারিত মূল্যে ওষুধ বিক্রি করার আহবান জানানো হয়। সভায় মেয়াদ উত্তীর্ণ ওষুধ সংরক্ষণের জন্য সমিতির পক্ষ থেকে সদস্যদের মাঝে ড্রমি বিতরণ করা হয়। ড্রাম বিতরণ করেন অতিথিবৃন্দ।