রাজশাহীর বাঘায় শিমুল তুলা গাছ চাষে সফলতার স্বপ্ন দেখছেন মোহাম্মদ মহব্বতজান নামের এক ব্যাক্তি। তিনি এবছর বাড়ির পাশে প্রথম দেড় বিঘা জমিতে এ শিমুল তুলা গাছ চাষ করেছেন। কে কিনবে কারা কিনবে তিনি কিছুই জানেনা। তার এ তুলা গাছ চাষ করতে খরচ হয়েছে প্রায় ২৫ হাজার টাকা। তিনি প্রতিবেশি এক মেয়ে জামাই এর পরামর্শ তুলা গাছ চাষ করেছেন। তাকে জামাই বাবু জানিয়েছেন গাছ ৪ ফুট থেকে সাড়ে ৪ ফুট হলেই লোক গিয়ে মোটা টাকা দিয়ে কিনে নিবে। এ বিষয়ে কোন চিন্তা করার দরকার নেই। তুলা চাষি মোহাম্মদ মহব্বতজান উপজেলার আড়ানী পৌরসভার কুশাবাড়িয়া গ্রামে মৃত আবদুর রহমানের ছেলে।
শিমুল তুলা গাছ চাষি মোহাম্মদ মহব্বতজান জানান, গ্রামের এক মেয়ে জামাই এর মাধ্যমে দয়ারামপুর থেকে প্রতি কেজি ৩৫০ টাকা দরে তুলার বীজ সংগ্রহ করি। এক বিঘা জমিতে ২৫ কেজি বীজ লাগে। গাছ প্রায় সাড়ে ৩ ফুট লম্বা হয়েছে। আর কিছু দিন পর বিক্রি করবো। ভালো হলে বিঘা প্রতি এক লক্ষ ৮০ হাজার টাকায় বিক্রি হয় বলেও তাকে ওই মেয়ে জামাই জানিয়েছেন। তিনি ওই আশায় তুলা চাষ করেছেন। সার, বীজ, সেচ, লাঙ্গল, পরিচর্যা বাবদ ২৫ হাজার টাকা খরচ হয়েছে। তবে এ বিষয়ে উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিলিপ কুমার সরকার সার্বক্ষনিক তদারকি করেন বলে জানান। তিনি এ জমিতে তুলার পাশাপাশি সাথী ফসল হিসেবে পেঁপে চাষ করেছেন।
কুশবাড়িয়া গ্রামের আরেক চাষি রেজাউল করীম রেজা বলেন, আমার জামাই এর পরামর্শে মাঠে ৫ কাঠা জমিতে তুলা চাষ করেছি। গাছ ভালো হয়েছে। আশা করছি ভালো দাম পাব।
মহব্বতজান আর্মি ক্যান্টনমেন্ট বোর্ডের একজন ঠিকাদার। তার স্ত্রী শামিমা আরা বিথি আশা এনজিও’র কর্মী। একমাত্র ছেলে শাহরিয়ার হোসেন রাব্বি এইচএসসি পরীক্ষার ফলাফল প্রত্যাশি। তিনি শিমুল তুলা গাছ চাষে সফলতার স্বপ্ন দেখছেন।
এ বিষয়ে বাঘা উপজেলা উপ-সহকারি কৃষি কর্মকর্তা দিলিপ কুমার সরকার বলেন, তুলা চাষ করার পরপর আমাকে জানান চাষি মহব্বতজান। আমি তাকে সার্বক্ষনিক পরামর্শ দিয়ে আসছি। তবে স্কয়ার কম্পানি এ তুলা গাছ কাচামাল হিসেবে ক্রয় করবে। সময়মতো জমিতে এসে চুক্তিতে কিনে নেয়। এ ছাড়া এলাকায় আরো দুই ব্যাক্তি ১৫ কাঠ জমিতে তুলা চাষ করেছে। গাছ ভালো হয়েছে। আশা করছি ভালো দাম পাবে।