আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে চাউল চান্নির মুখ দখল করে খাস জমিতে অবৈধভাবে দোকান ঘর নির্মানের অভিযোগ পাওয়া গেছে।
বুধহাটা বাজারের নিমতলা সংলগ্ন চাউল চান্নি অবস্থিত। চান্নির প্রবেশ পথ দখল নিয়ে খাস জমিতে স্থায়ী পাকা ঘর নির্মান করে বহাল তবিয়তে ব্যবসা করছেন, বুধহাটা গ্রামের স্বর্ণ ব্যবসায়ী সুশান্ত দত্ত এবং বাহাদুরপুর গ্রামের জাহাঙ্গীর হোসেন। বিষয়টি নিয়ে এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার পাশাপাশি অবৈধ দখলে উৎসাহ সৃষ্টি করছে। চান্নিটি নির্মানের পর চান্নিতে ক্রেতা-বিক্রেতাদের যাতয়াতের জন্য উত্তর ও দক্ষিণ পাশে পথ রাখা ছিল। কিন্তু পরবর্তীতে সুশান্ত দত্ত এবং জাহাঙ্গীর হোসেন দক্ষিণ পাশের্^র যাতাযাতের পথ বন্দ করে ইটের পাকা দেওয়াল ও টিন সেড দিয়ে ঘর নির্মান করেন। তাদের অবৈধ দখল দেখে বাজারের মধ্যে অন্যরা সরকারী জায়গায় অবৈধভাবে ঘর নির্মানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ব্যাপারে অবৈধ দখলদার সুশান্ত দত্ত ও জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইলে তারা জানান, আমাদের কোন কাগজপত্র নেই। সুযোগ থাকলে কাগজপত্র করে নেবো। এ ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহন পূর্বক কার্যকর পদক্ষেপ গ্রহনের জন্য ব্যবসায়ী মহলসহ সর্বস্তরের মানুষ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা সাংবাদিকদের জানান, বিষয়টি জানাছিলো না। তবে চান্নির মুখ ও সরকারী সম্পত্তি দখলবাজদের উচ্ছেদ করে অতিদ্রুত দখল মুক্ত করা হবে।