আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের কুঁন্দুড়িয়ায় মৎস্য ঘেরে বিষ প্রয়োগ করে মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।
বুধহাটা ইউনিয়নের হাজীডাঙ্গা গ্রামের আঃ করিম সরদারের পুত্র ছাদেক হোসেন কুঁন্দুড়িয়া বিলে ৫ বিঘা জমিতে দীর্ঘদিন মৎস্য ঘেরে মাছ চাষ করে আসছেন। এবছরও ঘেরে বাগদা, গলদাসহ সাদা মাছের চাষ করেছেন। ম ঙ্গলবার দিবাগত রাতে কে বা কারা ঘেরের পানিতে বিষ প্রয়োগ করলে ঘেরের মাছ মরতে শুরু করে। বুধবার সকালে ঘের মালিক ঘেরে গিয়ে দেখেন মাছ ছটফট করে মারা যাচ্ছে। দ্রুত কিছু মাছ ধরে নিলেও ততক্ষণে লক্ষাধিক টাকার বাগদা ও গলদা মাছ মারা যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।