ফুটফুটে শিশু আলামিনকে দেখে বোঝার উপায় নেই যে ভয়ারহ ব্যধী তার শরীরে বাসা বেধেছে। জন্ম থেকেই তার হার্টে ছিদ্র ও দু’টি শিরা অকেজো। সন্তানের চিকিৎসার জন্যই বাড়তি টাকা উপার্জন করতে মালয়েশিয়ায় গিয়ে বিপাকে পড়েছেন আলামিনের বাবা মাহাবুর রহমান। আদরের সন্তানকে বাঁচাতে তাই দ্বারে দ্বারে ছুটছেন তার মা মনিরা খাতুন।
যশোর সদরের নারাঙ্গালীর ইছাপুর গ্রামের মাহাবুর রহমান ও মনিরা খাতুনের ছোট ছেলে আলামিন। বয়স মাত্র সাড়ে তিন বছর। পৃথিবীর আলো বাতাস দু’চোখ ভরে তার এখনো দেখা হয়নি। কিন্তু এই বয়সে সে প্রাণ ভরে শ্বাস-প্রশ্বাস নিতে পারছে না। জন্ম থেকেই তার হার্টে ছিদ্র। পাশাপাশি দুটি শিরা অকেজো হয়ে গেছে। তার চিকিৎসার জন্য প্রয়োজন ৭ লাখ থেকে ৮ লাখ টাকা।
শিশুর মা মনিরা খাতুন জানান, ২০১৬ সালের ১ জানুয়ারি তাদের কোল আলোকিত করে জন্ম নেই শিশু আলামীন। ওই বছরের ফেব্রুয়ারি মাসে তাকে ডাক্তার দেখানো হয়। ডাক্তার জানান, তাদের সন্তান আলামিনের হার্টে ছিদ্র। এ কথা শুনে ওই বছরই তারা তাদের সন্তানকে ভারতের একটি হাসপাতালের চিকিৎসক বিশ্বজিতের কাছে চিকিৎসা করান। তিনি বলেন, তাদের সন্তানকে পুরোপুরি সুস্থ করে তুলতে ৭ থেকে ৮ লাখ টাকা প্রয়োজন। তাদের পক্ষে এত টাকা ব্যয় করে চিকিৎসা করানো সম্ভব নয়।
মনিরা খাতুন আরও জানান, তার স্বামী রড মিস্ত্রী। সন্তানের চিকিৎসার জন্য বাড়তি টাকা আয় করতে আড়াই বছর আগে তিনি মালয়েশিয়া যান। কিন্তু দালালের খপ্পরে পরে তিনিও সেখানে বিপদে আছেন। আর এখানে মনিরা খাতুন অবুঝ সন্তান আলামিনকে নিয়ে খেয়ে পরে বেঁচে আছেন। এই দরিদ্র মা তার নিস্পাপ সন্তানকে বাঁচানোর জন্য সমাজের সহৃদয়বান দানশীল মানুষের সাহায্য কামনা করেছেন। সকলের একটু সাহায্য পেলে বেঁচে যেতে পারে তাদের অবুঝ সন্তান আলামিন। তাকে সাহায্য পাঠানোর ঠিকানা-বিকাশ নম্বর-০১৮৫৭৯৩৫৪৮১।