যশোরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটে যুবকের হাতে প্রকাশ্যে মারপিটের শিকার হয়েছেন একজন মুক্তিযোদ্ধা। এ ঘটনায় যশোর কোতয়ালি থানায় বখাটের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এদিকে প্রকাশ্যে একজন মুক্তিযোদ্ধাকে মারপিটের ঘটনায় গোটা এলাকার মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
অভিযোগে জানা যায়, চুড়ামনকাটি গ্রামের মুক্তিযোদ্ধা ডাঃ নিজাম উদ্দীনের মেয়ে যশোর সরকারি মহিলা কলেজের একাদশ শ্রেনীর ছাত্রী। নিজাম উদ্দীন বাজারের ষ্টেশন রোডে ভাড়া বাড়িতে বসবাস করেন। মেয়েটি ষ্টেশন রোড দিয়েই প্রতিদিনই কলেজে যাতায়াত করে। তার উপর কু-দৃষ্টি পড়ে একই গ্রামের জাহাঙ্গীর আলমের বখাটে ছেলে মাদকসেবী রাসেলের। মেয়েটি কলেজে যাওয়ার সময় রাস্তার উপর দাঁড়িয়ে প্রায়ই রাসেল তাকে উত্ত্যক্ত করে। সে মোবাইলে একাধিক বার মেয়েটির ছবিও তুলতে যায়। শুধু তাই নয়, বখাটে রাসেল তাকে বিভিন্ন সময় কু-প্রস্তাবও দেয়। এ ঘটনা মেয়েটি তার পিতা মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীনকে কয়েক মাস আগেই জানায়। নিজাম উদ্দীন মেয়ের কথা ভেবে গোপনে কাউকে কিছু না বলে রাসেলকে কয়েক দফা নিষেধ করে, তার মেয়েকে উত্ত্যক্ত না করার জন্য। এতে নিজাম উদ্দীনের উপর ক্ষিপ্ত হয়ে উঠে রাসেল। প্রতিদিনের ন্যায় সোমবার সকালে কাঁচা বাজার শেষে বাড়ি ফেরার পথে বাজারের ষ্টেশন রোডে শাহাজানের চায়ের দোকানের সামনে বখাটে রাসেল মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীনকে ধরে এলোপাতাড়ি কিল ঘুষি মারতে থাকে। মারপিটের এক পর্যায়ে নিজাম উদ্দীন মাটিতে পড়ে যান। এ দৃশ্য আশেপাশের মানুষ দাঁড়িয়ে দেখে, কিন্তু বখাটে রাসেলের ভয়ে কেউ প্রতিবাদ করার সাহস পায়নি।
ঘটনাটি তৎক্ষনাত নিজাম উদ্দীন ইউনিয়নের মুক্তিযোদ্ধাদের জানালে তারা যশোর সদরের সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মাজহারুল ইসলাম মন্টুকে জানান। পরে তার সাথে নিয়ে স্থানীয় কয়েকজন মুক্তিযোদ্ধা মিলে যশোর কোতয়ালি মডেল থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন। এরপর তারা যান সার্কেল এডিশনাল এসপি গোলাম রাব্বানীর কাছে। তিনি বিষয়টি শুনে দ্রুত ব্যবস্থা গ্রহনের আশ্বাস দেন। কিন্তু ঘটনার ২৪ ঘন্টা অবিবাহিত হলেও এখনো বখাটে রাসেলকে আটক করতে পারেনি পুলিশ। বর্তমানে সে এলাকায় প্রকাশ্যে ঘোরাফেরা করছে। এ কারণে এলাকাবাসীর মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন মুক্তিযোদ্ধাকে রাস্তার উপর ফেলে প্রকাশ্যে মারপিটের ঘটনায় এলাকাবাসী হতবাক হয়েছেন। তারা বখাটে রাসেলের খুঁটির জোর নিয়ে প্রশ্ন তুলেছেন। অবিলম্বে বখাটেকে আটক ও শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।
মুক্তিযোদ্ধা নিজাম উদ্দীন জানান, মেয়েকে উত্ত্ব্যক্তে নিষেধ করায় বখাটে রাসেল আমাকে প্রকাশ্যে মারপিট করে। তিনি বর্তমানে রাসেলের ভয়ে পরিবার নিয়ে চরম আতঙ্কে দিন যাপন করছেন।
চুড়ামনকাটি ইউনিয়নের মুক্তিযোদ্ধা কমান্ডার আফতাফ উদ্দীন জানান, রাসেলের বিরুদ্ধে এর আগেই একাধিকবার মুক্তিযোদ্ধাদের নামে বিভিন্ন গালিগালাজের অভিযোগ রয়েছে। তিনি দ্রুত রাসেলকে আটকের জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন।
এ ব্যাপারে স্থানীয় সাজিয়ালী পুলিশ ফাঁড়ির ইনর্চাজ এস আই সুকুমার কুন্ডু জানান, অভিযোগ পাওয়ার পরই রাসেলকে আটকে অভিযান অব্যাহত আছে। সে বুঝতে পেরে পালিয়েছে। তবে দ্রুত তাকে আটক করা সম্ভব হবে বলেও তিনি জানান।