ভ্রাম্যমাণ আদালত যশোর জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছেন। এ সময় ক্লিনিকের এক প্রতিনিধিকে জেল জরিমানার আদেশ দিয়েছেন। দন্ডিত আবুল হোসেন যশোর শহরের ঘোপ এলাকার আবদুল হালিমের ছেলে। নির্বাহী ম্যাজিষ্ট্রেট প্রীতম সাহা ও আয়েশা সিদ্দিকার নেতৃত্বে বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
আদালতের পেশকার শেখ জালাল উদ্দিন জানান, যশোর জেনারেল হাসপাতালে ক্লিনিকের প্রতিনিধি হিসেবে আবুল হোসেন দালালি করতে থাকে। আদালত তাকে হাতেনাতে আটক করেন। এ সময় তিনি দালালি করার কথা স্বীকার করলে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারায় আদালত ১৫দিনের বিনাশ্রম কারাদ- ও ৫ হাজার টাকা জরিমানা প্রদান করেন। আদালত পরিচালনার সময় যশোর পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর শিহাবুর রহমান, পেশকার শেখ জালাল উদ্দিনসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।