‘শিশু নির্যাতন, হত্যা, ধর্ষণ বন্ধে কঠোর হয়েছে সরকার, এখন এটাই দরকার’ এই শ্লোগানে যশোরে মানববন্ধন হয়েছে। বুধবার দুপুর ১২টায় যশোর প্রেসক্লাবের সামনে জেলা ছাত্রলীগের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ ও মানববন্ধনে যশোর জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ফয়সাল খানসহ নেতাকর্মীরা অংশ নেয়। মানববন্ধনে বক্তারা শিশু ধর্ষণ, হত্যা, নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন করার দাবি জানান। একই সাথে ধর্ষকদের কঠোর শাস্তির দাবি জানান। যাতে ভবিষ্যতে আর কেউ নির্যাতন ও ধর্ষণ করার সাহস না পায়।