বগুড়ার গাবতলীতে ডাকাতির প্রস্ততিকালে পুলিশ দেশিয় ধারালো অস্ত্রসহ ৩ ডাকাতকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে। ৯ জুলাই মঙ্গলবার রাতে তাদেরকে গ্রেফতার করা হয় বলে পুলিশের দাবী।
গ্রেফতারকৃতরা হলো, উপজেলার নেপালতলী ইউনিয়নের সুখানপুকুর এলাকার রাঙ্গার ছেলে সৈকত (৩৫), গাবতলী পৌরসভার খলিশাকুড়া গ্রামের বাটালু ওরফে আবেদালীর ছেলে মিজানুর রহমান(৩২) ও নেপালতলী কালুডাঙ্গা শেখ পাড়ার মৃত আবদুল গনি শেখের ছেলে মাসুদুর রহমান মাসুদ (৪৩)।
গাবতলী মডেল থানার কর্মকর্তা ইনচার্জ (ওসি সার্বিক) মোঃ সেলিম হোসেন জানান, ঘটনার রাতে টহলরত এই আই কান্তি কুমার মোদক, রিপন, এএসআই নয়ন কুমার হোড়, হাবিবুর রহমান সঙ্গীয় ফোর্স সুখান পুকুর এলাকায় টহল দেয়ার সময় গোপনে সংবাদ পায় যে, সোনারায় ইউনিয়নের আটাপাড়া কুচিয়ামারা ব্রীজ এলাকায় ১৫/১৬ জনের একদল লোক ডাকাতীর প্রস্ততি নিচ্ছে। বিষয়টি টহল পুলিশ ফোনে আমাকে জানালে আমি তাদেরকে নির্দ্দেস দিলে টহল পুলিশ ঘটনার স্থানে উপস্থিত হয়। সেখানে ধাওয়া করে ধারালো ফোল্ডিং আধুনিক চাকু ও রামদাসহ সৈকত ও চাইনিজ কুড়ালসহ মিজানুর রহমানকে গ্রেফতার করে।
অন্য ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় তাদের ফেলে যাওয়া লোহার রড, গাছ কাঁটা করাত পুলিশ উদ্ধার করে। পুলিশ আরো দাবী করে ধৃতদের দেয়া তথ্যমত ডাকতির প্রস্ততির সাথে জড়িত থাকায় ১০ জুলাই বুধবার সকালে নেপালতলী ইউনিয়নের শেখ পাড়া থেকে মাসুদুর রহমান মাসুদকে গ্রেফতার করা হয়।
ওসি আরো জানান ,২০০৮ সালের ১২ এপ্রিলে সংঘঠিত বগুড়া সদর থানায় গনধর্ষণ মামলার পলাতক আসামী। মিজানুর হমানের বিরুদ্ধে চলতি বছরের ৩০ মে’র জুয়া, অস্ত্র বিস্ফেরক মামলার পলাতক আসামী। তাদের বিরুদ্ধে গাবতলী মডেল থানায় এসআই কান্তি কুমার মোদক বাদী ডাকাতির প্রতস্তি ও অস্ত্র আইনে মামলা হয়েছে।
উল্লেখ অতি সম্প্রতি একই ধরনের ”ডাকাতির প্রস্তুতিকালে” অভিযোগে শাহজাহানপুর থানা পুলিশ ৭জনকে গ্রেপ্তার করে।পরদিন গ্রামবাসী ঘটনাকে পুলিশের তেলিসমাতি উল্লেখ করে গ্রেপ্তারকৃতদের নির্দোষ দাবী করে এক সংবাদ সম্মেলনে জেলা ও পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে তাদের মুক্তির দাবী করেন।