আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মাদারবাড়িয়া গ্রামে সরকারি খাস জমি অবৈধ দখলে নিয়ে পাকা ঘর নির্মান কাজ শুরু করেছেন শহিদুল ইসলাম। নির্মীত স্থাপনা ভেঙ্গে দিতে ভূমি অফিসের পক্ষ থেকে নোটিশ জারী করা হয়েছে।
মাদারবাড়িয়া গ্রামের মৃত মোত্তালেব সরদারের পুত্র শহিদুল ইসলাম মাদারবাড়িয়া গ্রামে শওকত মাষ্টার ও মেম্বারের মোড়ে অবৈধ দখল নিয়ে খাস জমিতে পাকা ঘর নির্মান কাজ শুরু করেন ৫/৬ দিন আগে থেকে। ইতোমধ্যে ২টি পিলারের কাজ আংশিক সম্পন্ন করা হয়েছে। মঙ্গলবার পুনরায় আরও দু’টি পিলারের কাজ করতে মাটির কাজ করানো হচ্ছিল। জানতে পেরে বুধহাটা ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা মোকাররম হোসেন অফিসের প্রতিনিধি প্রেরন করে কাজ বন্দ রাখতে নির্দেশ দেন। কিন্তু কাজ বন্দ না করে তারা কাজ চালিয়ে যায়। বাধ্য হয়ে ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা এদিন বিকালে ৩৬৯ নং স্মারকে কাজ বন্দসহ নির্মীত স্থাপনা ভেঙ্গে নিতে নোটিশ জারী করেছেন।