আশাশুনিতে তুচ্ছ ঘটনা নিয়ে প্রতিপক্ষের হামলায় এক গৃহবধূ গুরুতর আহত হয়ে আশাশুনি হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার (৮ জুলাই) এ ঘটনা ঘটে।
উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে নয়ন শেখের রান্নাঘরে প্রতিবেশী মৃত ফজল আলী মোড়লের পুত্র খোকন মোড়লের একটি ছাগল ঢুকে হাড়ি থেকে ভাত খাচ্ছিল। এর আগেও কয়েক বার এভানে খাদ্য নষ্ট করেছিল ছাগলটি। নয়নের স্ত্রী স্বপ্না ছাগলটি আটকে খোকনদের বাড়িতে নিয়ে যান। সেখানে গিয়ে ‘ছাগল বেধে পুষতে পারেননা...’ এমন প্রশ্ন করলে খোকনের স্ত্রী ফাতেমা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে ফাতেমা, তার স্বামী খোকন ও পুত্র ই¯্রাফিল স্বপ্নাকে বেদম মারপিট করেন। বাড়ির লোকজন পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন আছেন।