আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের বকচর গ্রামে আদালতে মামলা বিচারাধীন থাকা স্বত্ত্বেও নালিশী জমি দখলে নিয়ে পাকা প্রাচীর নির্মান করার অভিযোগ পাওয়া গেছে। বাধ্য হয়ে জেলা প্রশাসক বরাবর পৃথক অভিযোগ দায়ের করা হয়েছে।
বাদী বকচর গ্রামের মৃত আঃ সামাদ সরদারের পুত্র মিজানুর রহমান জানান, বকচর গ্রামের আবদুস সামাদ সরদার গত ১০ ফেব্রুয়ারি ইন্তেকাল করেন। মৃত্যুর আগে তিনি তার ৩ ভ্রাতুষ্পুত্র (মৃত সামছুর রহমান সরদারের পুত্র) আঃ ছালাম, আবুল কালাম ও রুহুল আমিনের বিরুদ্ধে বসত ভিটার পানি নিস্কাশন ব্যবস্থার দাবিতে সহকারী জজ আদালতে ২/১৮ নং মামলা দায়ের করেন। নালিশী সম্পত্তি মাড়িয়ালা মৌজায় ডিএস খতিয়ান ২৭, এসএ ৩৮। দাগ নং সাবেক ২৯৯২, হাল ৯৮১৪, ৯৮১৫। মামলাটি বর্তমানে চলমান রয়েছে। আদালতে বিচারাধীন জমির পশ্চিম পাশে বকচর পশ্চিম পাড়া জামে মসজিদ অবস্থিত। মসজিদ কমিটির সভাপতি ও সেক্রেটারীসহ একটি বিশেষ মহল নালিশী জমির অংশ বিশেষ দখল করে সীমানা প্রাচীর নির্মান করছেন বলে তিনি (বাদী মিজানুর) জানান। বাধ্য হয়ে তিনি নালিশী জমি দখলমুক্ত রাখতে গত ২৪ এপ্রিল সাতক্ষীরা জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। যার নং ৩৪৮। কিন্তু তার পরও তারা সীমানা মাপ জরিপ না করে তঞ্চকি, বে আইনি ও ষড়যন্ত্রমূলক ভাবে নির্মান কাজ চালিয়ে যাচ্ছেন অভিযোগ করে বাদী বিষয়টি আমলে নিয়ে বিজ্ঞ আদালত ও আইন প্রয়োগকারী সংস্থাসহ সকলের সহযোগিতা কামনা করেছেন।