রাজশাহীর বাঘা উপজেলায় সাংবাদিক এসএম সেলিম আহম্মেদ ভান্ডারী মৃত্যুর ৫ মাস ৮দিন পর হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। নিহত সাংবাদিকের স্ত্রী সোনিয়া বেগম বাদি হয়ে দাখিলকৃত হত্যা মামলাটি মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে রেকর্ড করে বাঘা থানা পুলিশ। এ মামলায় স্থানীয় হোমিও চিকিৎসক মাজিদুল করিম ও মিঠনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো দু’জনসহ চারজনকে আসামি করা হয়েছে বলে বুধবার সন্ধ্যায় নিশ্চিত করেছেন বাঘা থানার পরিদর্শক (ওসি, তদন্ত) আবদুল ওয়াহাব।
সাংবাদিক এসএম সেলিম আহম্মেদ ভান্ডারী সর্বশেষ দৈনিক যায়যায়দিন, একাত্তর টেলিভিশন, স্থানীয় দৈনিক রাজশাহীর সংবাদ ও অনলাইন নিউজ পোর্টাল পদ্মাটাইমস টোয়েন্টিফোর ডটকম-এর বাঘা উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। সে উপজেলার মনিগ্রামের মৃত সামসুল হক ভান্ডারীর একমাত্র ছেলে।
মৃত্যুর আগে সাংবাদিক সেলিম তার স্ত্রীর কাছে পরিকল্পিতভাবে হত্যা চেষ্টার ঘটনা বলে যাওয়ায় প্রথম থেকেই হত্যা মামলা দায়েরের দাবি করে আসছিল সোনিয়া বেগম। কিন্তু তার কথা আমলে না নিয়ে এতদিন সময়ক্ষেপন পুলিশ। শুধু তাই নয়, দুইমাস আগে (২ এপ্রিল) রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ফরেন্সিক বিভাগ থেকে ভিসারা প্রতিবেদন পুলিশের কাছে পাঠানো হলেও সময়ক্ষেপন করে থানা পুলিশ। পরে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল্লাহর নির্দেশে মঙ্গলবার বিকেলে বাঘা থানায় মামলা রেকর্ড করা হয়।
তবে সময়ক্ষেপন করার অভিযোগ অস্বীকার করে মামলার তদন্তকারী কর্মকর্তা আবদুল ওয়াহাব বলেন, ‘গত ৫/৭ দিন আগে আগে সাংবাদিক সেলিমের ভিসারা প্রতিবেদন পেয়েছি। এরপর পুলিশ সুপারের অনুমতিক্রমে থানায় এই হত্যা মামলা রেকর্ড করা হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) রাজপাড়া থানা হয়ে বিভিন্ন দপ্তর ঘুরে আসায় আসলে দেরি হয়েছে। ওই প্রতিবেদনে বিক্রিয়ায় সাংবাদিক সেলিমের মৃত্যু হয়েছে বলে উল্লেখ করেছেন রাসায়নিক পরীক্ষক। আর মামলার বিষয়টি আসামিরা জেনে যাওয়ায় পালিয়ে গেছেন।’
মামলার এজাহারের বরাদ দিয়ে তদন্তকারী কর্মকর্তা জানান, ‘গত ৩০ জানুয়ারি রাতে বাঘা উপজেলার মনিগ্রাম বাজারের হোমিও চিকিৎসক মাজিদুল করিমের নিরাময় হল চিকিৎসালয়ে সাংবাদিক সেলিমকে ডেকে নিয়ে যায় মিঠনসহ অজ্ঞাত তিন যুবক। সেখানে কৌশলে টাইগার ব্যান্ডের (কোল্ড ডিংস) কোমল পানীয়র সাথে বিষ জাতীয় দ্রব্য খাওয়ানো হয়। পরে বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে সাংবাদিক সেলিম। এরপর ৩১ জানুয়ারি সকালে প্রথমে তাকে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ওই দিন রাত পৌনে ১২টার দিকে মারা যান সাংবাদিক সেলিম। এ ঘটনায় ১ ফেব্রুয়ারি আরএমপির রাজপাড়া থানায় একটি ইউডি মামলা দায়ের শেষে লাশের ময়নাতদন্ত সম্পন্ন হয়।’