মুলাদীতে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য পলাশ ভুইয়াকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের চরনাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পলাশ ভুইয়া (৪০) চরনাজিরপুর গ্রামের বাদশা ভুইয়ার ছেলে। থানা কর্মকর্তা ইনচার্জ জিয়াউল আহসান জানান পলাশ ভুইয়া দীর্ঘ দিন ধরে বিভিন্ন জেলায় ডাকাতিসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে আসছিলো। তার বিরুদ্ধে শরীয়তপুর জেলার ডামুড্যা থানায় ২টি, গোসাইরহাট থানায় ২টি, মুলাদী থানায় ১টি এবং মাদারীপুরের কালকিনি থানায় ১টি মামলা রয়েছে। সবগুলো মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে মুলাদী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) ফয়েজ আহমেদ ও এএসআই বাবু সবুজ সিকদার পুলিশ নিয়ে চরনাজিরপুর এলাকায় অভিযান চালিয়ে পলাশ ভুইয়াকে গ্রেফতার করে এবং তাকে বুধবার সকালে জেলহাজতে প্রেরণ করা হয়।