দিনাজপুরের বোচাগঞ্জে জনৈক মোঃ লতিফুর রহমানের গোয়াল ঘরে কে বা কাহারা আগুন দিয়ে ৬টি গরু, ছাগল পুড়িয়ে পশু হত্যা করেছে।
গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার আটগাঁও ইউপি’র বিষ্টপুর গ্রামে মোঃ লতিফুর রহমানের গোয়াল ঘরে এ আগুন দেয়ার ঘটনা ঘটেছে।
আগুনে গোয়াল ঘরসহ ঘরে রক্ষিত ৩টি গরু ও ৩টি ছাগল আগুনে ঝলসে মারা যায়। যার অনুমানিক মূল্য প্রায় ২ লক্ষ ৫০ হাজার টাকা বলে দাবী করেন লতিফুর রহমান।
স্থানীয়রা জানায়, মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে মোঃ লতিফুর রহমানের গোয়াল ঘরে কে বা কাহারা অগ্নিসংযোগ করে পালিয়ে যায়। এ সময় এলাকাবাসীর চিৎকারে লতিফুর রহমান ঘুম থেকে উঠে দেখে তার গোয়াল ঘরে আগুন জলছে। এলাকাবাসী আগুন নিভাতে চেষ্টা করে। এ সময় গোয়াল ঘরের রক্ষিত ৩টি গরু ও ৩টি ছাগল আগুনে ঝলসে মারা যায়।
পরে ঘটনাস্থল পরিদর্শন করেন বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফকরুল হাসান, বোচাগঞ্জ থানা ওসি আবদুর রৌফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফসার আলী প্রমুখ।
ক্ষতিগ্রস্থ লতিফুর রহমান বলেন, আমার শেষ অবলম্বন বলতে এই গরু ছাগল গুলোই ছিল। এর মধ্যে অন্যের একটি গরু লালন পালন করছিলাম। কেউ শত্রুতা মূলকভাবে এই ঘটনা ঘটাতে পারেন বলে তিনি জানান।
বোচাগঞ্জ থানার ওসি আবদুর রৌফ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা কেউ শত্রতামুলক করতে পারে।