দুর্নীতি মামলায় জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক স্টিফেন মুর্মুসহ (৫৮) দুইজনকে আটক করেছে দিনাজপুর সমন্বিত জেলা দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আটক অপরজন হলেন, সমাজ সেবা কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মোস্তাফিজুর রহমান (৫৩)।
গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে দিনাজপুরের মিশন রোডের সমাজসেবা কার্যালয়ের অফিস থেকে তাদেরকে আটক করা হয়।
দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের উপ-পরিচালক আবু হেনা আশিকুর রহমান জানান, দুপুরে সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আহসানুল কবির পলাশসহ দুদকের একটি দল অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করে। তাদের বিরুদ্ধে হাকিমপুর উপজেলা সমাজসেবা অফিসের সাবেক ফিল্ড সুপারভাইজার আবুল কাশেমের ল্যামগ্রোন্টের ৩ লাখ ২৩ হাজার ২৮০ টাকা পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে আত্মসাৎ করার অভিযোগ। এ ব্যাপারে তাদেও বিরুদ্বে দুদক কার্যালয়ে মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।