দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে আগামি ১৮ জুলাই বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষ্যে ঢাকার গুলশানে চেয়ারপারর্সনের কার্যলয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় বিএনপি যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি সভাপতি এ্যাড. মজিবর রহমানের সরোয়ারের সভাপতিত্বে মঙ্গলবার রাতে সমাবেশ বিষয় নিয়ে সিদ্বান্ত গ্রহণ করা হয়।
বিএনপি চেয়ারপারর্সনের গুলশান কার্যলয়ে বরিশাল বিভাগীয় সমাবেশ সফল করার সিদ্বান্ত গ্রহণ করা হয়েছে সেবিষয়ে তথ্য নিশ্চিত করেছেন বরিশাল মহানগর বিএনপি (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক জিয়া উদ্দিন সিকদার জিয়া। এখানে এ সময় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সাবেক সমাজ কল্যাণ প্রতি মন্ত্রী বেগম সেলিমা রহমান।
আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপি’র ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী,চেয়ারপারসনের উপদেষ্টা সুপ্রিম কোর্ট বার সভাপতি এ্যাড. জয়নুল আবেদীন,সাবেক মন্ত্রী মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ ৯বীর বিক্রম), বরিশাল বিভাগীয় বিএনপি সাংগঠনিক সম্পাদক সাবেক সংসদ সদস্য এ্যাড. বিলকিস জাহান শিরিন, বিএনপি বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বরিশাল বিএম কলেজ সাবেক ভিপি মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু, সাবেক সংসদ সদস্য হাফিজ ইব্রাহিম,সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান, কেন্দ্রীয় নিবার্হী কমিটির সদস্য এ্যাড কামরুল হসলাম সজল, হায়দার আলী খান লেলিন, কেন্দ্রীয় সদস্য আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি সভাপতি আলহাজ¦ এবায়েদুল হক চাঁন,বরিশাল মহানগর (ভারপ্রাপ্ত) সাধারন সম্পাদক সাবেক বিসিসি ওয়ার্ড কাউন্সিলর জিয়া উদ্দিন সিকদার জিয়া ও মহিলাদল নেত্রী এলিজা জামান।