নাটোরের বড়াইগ্রামে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি বিতরণ করা হয়েছে। উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের দুইশ’ শিক্ষার্থীর প্রত্যেককে দুই হাজার টাকা করে মোট চার লাখ টাকা বিতরণ করা হয়। পরে একই অনুষ্ঠানে সড়ক দুর্ঘটনা, অগ্নিকা- ও ঘুর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে আরো তিন লাখ ৫৫ হাজার টাকার অনুদান বিতরণ করা হয়। বুধবার উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী প্রধান অতিথি হিসাবে এসব অনুদান বিতরণ করেন। উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে ইউএনও আনোয়ার পারভেজের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক সুরাইয়া আক্তার কলি, জেলা পরিষদ সদস্য আবু বকর সিদ্দিক ও আবুল কালাম জোয়াদ্দার, শিক্ষা কর্মকর্তা আবদুর রউফ ও সাবেক ইউপি চেয়ারম্যান খোকন মোল্লা বক্তব্য রাখেন।