ফেনীর সোনাগাজীর আলোচিত মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়েরকৃত মামলায় দশম বারের মতো স্বাক্ষীদের সাক্ষ্যগ্রহনে মুলতবী দায়েছে আদালত। আজ নুসরাতের মা শিরিন আক্তার এর সাক্ষ্যগ্রহন ও জেরা হয়।
এর আগে বেলা ১২ টার দিকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে মামলার প্রধান আসামী অধ্যক্ষ সিরাজ ও আওয়ামীলীগ নেতা রহুল আমিন,কাউন্সিলর মাকসুদসহ অভিযুক্ত ১৬ আসামীকে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে উপস্থাপন করা হয়। এরপরই সাক্ষ্যগ্রহন শুরু হয়। কিন্তু সাক্ষ্যগ্রহন শেষ পর্যায়ে নুসরাতের মা শিরিন আক্তার আসামী পক্ষের আইনজীবীদের জেরার মুখে আদালতেই অজ্ঞান হয়ে যান।পরে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
এসময় আদালত আগামীকাল পুনরায় মাদ্রাসা শিক্ষক আবুল খায়ের এর সাক্ষ্যগ্রহনের দিন ধার্য করেন।
গতকাল মাদ্রাসার সামনের ঔষধ ব্যবসায়ী জহিরুল ইসলাম ও ঘটনার দিন পরীক্ষা হল পরিদর্শক বেলায়েত হোসেনের সাক্ষ্যগ্রহন ও জেরা শেষ হয়।পরে আদালত সাক্ষ্যগ্রহনের জন্য আজকের দিনটি ধার্য করেন।
গত ২৭ জুন এ মামলার ৯২ জন সাক্ষীদের মধ্যে প্রথমে নুসরাতের বড় ভাই ও বাদী মাহমুদুল হাসান নোমানের স্বাক্ষগ্রহণ শুরু হয় । এরপর নুসরাতের সহপাঠি নিশাত,ফুর্তি,অধ্যক্ষের সহকারী নুরুল আমিন ও নৈশ প্রহরী মোস্তফার,কেরোসিন তেল বিক্রেতা জসিম উদ্দিন,বোরকা দোকানদার লিটন ও তার কর্মচারী লোকমান, নুসরাতের ছোট ভাই রাশেদুল, জহিরুল, শিক্ষক বেলায়েত হোসেন,নুসরাতের মা শিরিন আক্তার সহ মোট ১১ জনের সাক্ষ্যগ্রহন ও জেরা সম্পূর্ণ হয়।