ঝিনাইদহ কালীগঞ্জ উপজেলার বলরামপুর গ্রামের বাসিন্দা শামছুল ইসলাম। পরের জমি বর্গা নিয়ে আধুনিক জৈব পদ্ধতিতে চাষাবাদ করছেন বিভিন্ন ধরনের ঔষধি গাছ।এছাড়া কয়েক বছর ধরে আশপাশের কৃষকদের জৈব সার তৈরির প্রধান উপকরণ কেঁচো ছাড়াও তার ক্ষেতে হওয়া মানবদেহের উপকারী ঔষধি গাছ রোপণের শর্তে বিনামূল্যে বিলি করছেন। তার এ কর্মকা-ের জন্য ২০১৪ সালে জাপানভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন হাঙ্গার ফ্রি ওয়াল্ডের দেয়া বিশেষ পুরস্কার পেয়েছেন।
শামছুল ইসলামের জৈব প্ল্যান্টে টিনের চালা দিয়ে তৈরি করা একটি ঘরে প্রায় পাঁচ শতাধিক মাটির হাঁড়ি বসানো রয়েছে। এর মধ্যে বিশেষ ধরনের কেঁচো ছেড়ে দিয়ে উৎপাদন করা হচ্ছে কেঁচো কম্পোস্ট সার। আর সামনের প্রায় ১৫ শতাংশ জমিতে চাষ করা হয়েছে ঔষধি গুণে ভরা পুদিনা গাছ। ওই ক্ষেতের একপাশে জৈব পদ্ধতিতে চাষ করা হয়েছে পুঁইশাক, ওল, বেগুনসহ বিভিন্ন ধরনের সবজি।
শামছুল ইসলাম বলেন, বাবার অভাবের সংসার হওয়ায় ছোট বেলায় অন্যের বাড়িতে রাখালের কাজ করতে হয়েছে। এক সময়ে দিন কেটেছে অনাহারে অর্ধাহারে থেকে। এখন মাঠে নিজের চাষযোগ্য জমি না থাকলেও পরের জমি বর্গা নিয়ে জৈব পদ্ধতিতে চাষাবাদ করছি। প্রায় ১৫ বছর ধরে বাড়িতে জৈব সার উৎপাদনের মাধ্যমে বিক্রি করছি। এ পর্যন্ত প্রতি মণ ৪শ টাকা দরে মোট ১৫শ মণ কেঁচো সার বিক্রি করেছি। আর কেঁচোও বিক্রি করেছি প্রায় ৫ লক্ষাধিক টাকার। জৈব সারেই জীবনের গতি পাল্টে দিয়েছে।
তিনি বলেন, গত বছর গ্রামের উম্মত আলীর কাছ থেকে বছরে দশ হাজার টাকার চুক্তিতে মাঠের মধ্যে ২৫ শতাংশ জমি দশ বছরের জন্য বর্গা নিয়ে একপাশে কম্পোস্ট সারের বড় প্ল্যান্ট করেছি। অন্যপাশে বাণিজ্যিকভাবে চাষ করেছি জৈব পদ্ধতিতে ঔষধি গাছ পুদিনাসহ বিভিন্ন সবজির।তিনি আরো বলেন, ক্ষেতে লাগানো পুদিনা পাতা রমজানের প্রথম দিন থেকে বিক্রি করছি। এ পর্যন্ত ১৫ হাজার টাকার পুদিনা পাতা বিক্রি করেছি।
গ্রামের বাসিন্দা সালাউদ্দীন বলেন, শামছুল নিরাপদ খাদ্য উৎপাদনে অন্যান্যের উৎসাহিত করছেন। যা অনেকে সমাজের সচেতন মানুষ হয়েও করতে পারছি না। উপজেলা কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, স্বাস্থ্য ভালো রাখতে কৃষকদের জৈব সার ব্যবহারের পরামর্শ দিয়ে থাকি। কেননা এ সার দিয়ে উৎপাদিত ফসল বা সবজি সব সময়ই স্বাস্থ্যসম্মত ও নিরাপদ। এজন্য কৃষক শামছুলের কাজ চোখে পড়ার মতো। এ ছাড়া তিনি নিজে পুদিনার বাণিজ্যিক ভাবে চাষ করছেন।
তিনি বলেন, পুদিনা পরিপাকতন্ত্রের সুস্থতায় ভালো কাজ করে। এ ছাড়া অ্যাজমা নিয়ন্ত্রণ, শরীরের ব্যথা দূর করা, স্মৃতি শক্তি বৃদ্ধি করা, ক্যানসার প্রতিরোধসহ নানা রোগ নিরাময়ে কাজ করে পুদিনা। ফলে বাজারে এর চাহিদা অনেক। অসুস্থতার জন্য কেউ চাইলে অথবা বাড়িতে কেউ লাগাতে চাইলে শামছুল বিনামূল্যে দেন।