বাগেরহাট সদর উপজেলার রনবিজয়পুর মাধ্যমিক বিদ্যালয়ে সততা সংঘের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভীন।
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সরদার শুকুর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক আছাদ জামান, জাহানাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার পাল, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ হুমায়ুন কবির, সাংবাদিক আলী আকবর টুটুল, নকীব সিরাজুল হক, শিক্ষক আজিজুর রহমানসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।