দেবহাটা উপজেলা সদরের দেবহাটা কলেজের শিক্ষার্থীদের আয়োজনে কলেজ গভর্নিং কমিটির সাবেক সভাপতি আনোয়ারুল হকের বিরুদ্ধে বুধবার সকাল সাড়ে ১০ টায় দেবহাটা কলেজের সামনে উপজেলা-সখিপুর সড়কে এক প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দেবহাটা কলেজের সাধারন শিক্ষার্থীদের অংশগ্রহনে প্রতিবাদ ও মানববন্ধন, দেবহাটা কলেজের অধ্যক্ষ একেএম আনিসউজ্জামান ও ২ জন শিক্ষককে লাঞ্চিত করা ও ভয়ভীতি প্রদর্শন করায় প্রতিবাদ ও মানববন্ধন, আয়োজনে- দেবহাটা কলেজের সাধারন শিক্ষার্থীরা লেখা সম্বলিত ব্যানার নিয়ে প্রায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে এক ছাত্র সমাবেশে বক্তব্য রাখেন দেবহাটা কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ রাসেল, সাধারন সম্পাদক আহছানউল্লা কল্লোল, ছাত্রলীগ নেতা শামিম হোসেন, আকরাম হোসেন, ফরহাদ হোসেন, বাবলা আলী, রুহুল আমিন, শাকিল হোসেন, জাহিদ হাসান, মাছুম বিল্লাল, আহছানউল্লাহ, আরিফ ও মেহেদীসহ প্রমুখ নেতৃবৃন্দ। এ সময় বক্তারা কলেজের অধ্যক্ষকে সাবেক সভাপতি কর্তৃক লাঞ্চিত করা ও ২ জন শিক্ষককে হুমকি প্রদানের জন্য সাবেক সভাপতির বিচার দাবী করেন। এ ছাড়া সাবেক সভাপতি কর্তৃক কলেজ ফান্ডের যে টাকা আত্মসাৎ করেছেন তা ফেরত প্রদানের পাশাপাশি এইসব অবৈধ কর্মকা-ে বা সাবেক সভাপতিকে ইন্ধন প্রদানে যদি কলেজের কোন শিক্ষক জড়িত থাকেন তাহলে তাদেরও বিচারের জন্য প্রশাসনের নিকট দাবী জানান ছাত্রনেতৃবৃন্দ।