ফুলবাড়ীয়া উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের ১০ জুন বুধবার উপ নির্বাচনে ৬জন প্রর্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। ৬ জন প্রর্থীকে বৈধতা ঘোষনা করে রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ মোস্তফা কামাল এ তালিকা ঘোষনা করেন।
চূড়ান্ত প্রর্থীনা হচ্ছেন আওয়া আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মোঃ এজিদুল হক (নৌকা)। জাতীয় সমাজতান্তিক দল জাসদ আজহারুল ইসলাম (মশাল)। স্বতন্ত্র মোঃ আবুবকর ছিদ্দিক (আনারস)।স্বতন্ত্র মোঃ জয়নাল আবেদীন(চশমা)।স্বতন্ত্র মোঃ মাহবুব হাসান (ঘোড়া)। স্বতন্ত্র মোঃ সিরাজুল হক (মোটর সাইকেল)।
অপদিকে ৯নং এনায়েতপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের উপ নির্বাচনে সাধারণ সদস্য পদে ৪জন প্রর্থীর মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া হয়। মোহাম্মদ জুয়েল মিয়া (তালা)।মোঃ আঃ ছামাদ (ফুটবল)। মোঃ মফিজ উদ্দিন আকন্দ (টিউবওয়েল)।মোঃ রাশিদুল হক (মোরক)। ঘোষিত তফসিল অনুযায়ী ২৫ জুন সকাল ৯ থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহন করা হইবে।
উল্লেখ্য ৬নং ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় পদটি শূন্য হয়। ৬নং ওয়ার্ডের সাধারণ সদস্য মৃত্যুবরনণ করায় পদটি শূন্য হয়।