বৃক্ষপ্রেমী ইউপি চেয়ারম্যানের ব্যক্তিগত উদ্যোগে গ্রামীণ জনপদের রাস্তার পাশে মাসব্যাপী ফলজ ও ওষুধি গাছের চারা রোপন কর্মসূচি বুধবার সকালে উদ্বোধণ করা হয়েছে।
প্রথমদিনে জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের ভীমেরপাড়-জয়শুরকাঠীর নবনির্মিত মাটির রাস্তার দুইপাশে প্রায় পাঁচ শতাধিক গাছের চারা রোপনের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধণ করেন মাহিলাড়া ইউনিয়নের বৃক্ষপ্রেমী চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এ সময় অন্যান্যের মধ্যে প্রধানশিক্ষক একেএম মিজানুর রহমান, ইউপি সচিব মাহাতাব হোসেনসহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।