চিরিরবন্দরে নদীতে ডুবে সুমাইয়া খাতুন (৮) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হলে রাত সোয়া ৯টায় রংপুর ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের ডুবুরী দল ইছামতি নদীর তলদেশ থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনাটি গত ৯ জুলাই মঙ্গলবার বিকেল ৫টায় উপজেলার ঈসবপুর ইউনিয়নের ফতুরডাঙ্গা নামক এলাকার ফকির ডোবায় ঘটেছে।
প্রত্যক্ষদর্শী আনিসুর নামে এক ব্যক্তি জানান, বিকেলে শিশু সুমাইয়া তার ছোট ভাই মুন্নাকে নিয়ে বাড়ির পার্শে¦ ইছামতি নদীর ধারে ফকির ডোবায় খেলার সময় পা পিছলে পড়ে গিয়ে ডুবে যায়। অনেক খোঁজাখুজির পরও পাওয়া না যাওয়ায় চিরিরবন্দর ফায়ার সার্ভিসকে সংবাদ দেয়া হয়। তারা ব্যর্থ হলে নীলফামারীর সৈয়দপুর ফায়ার সার্ভিস আসে। দুটি ইউনিট মরদেহ উদ্ধারে ব্যর্থ হলে প্রশাসন রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরী দলকে ডাকে। তারা রাত সোয়া ৯টায় মরদেহ উদ্ধার করে। এ সময় শত শত উৎসুক জনতা টর্চলাইট জ¦ালিয়ে সহযোগিতা করে।
ফায়ার সার্ভিস এ- সিভিল ডিফেন্সের সৈয়দপুর স্টেশন মাষ্টার নাসিম ইকবাল জানান, গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে নদীর পানি বেড়ে যাওয়ায় স্রোতের ফলে উদ্ধার কাজ বিঘিœত হয়। পরবর্তিতে ডুবুরীদল এসে মরদেহ উদ্ধার করে।
নিহত সুমাইয়ার নানা আব্দুল্লাহ কান্নাজড়িত কন্ঠে জানান, তার জামাই শরিফুল ইসলাম মানষিকভাবে অপ্রকৃস্থ হওয়ায় মেয়ে মৌসুমি আরা তার দুটি শিশু সন্তানকে আমাদের বাড়িতে রেখে ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে। আমি সাহায্য চাইতে বিভিন্ন এলকায় ঘুরে সন্ধায় বাড়িতে ফিরি। বাড়িতে এসেই নাতনীর মৃত্যুর সংবাদ পাই। এ ব্যাপারে চিরিরবন্দর থানায় একটি ইউডি মামলা হয়েছে।