ময়মনসিংহের গৌরীপুর উপজেলা ও পৌর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে গৌরীপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আল মুক্তাদির শাহীন ও সাধারণ সম্পাদক পদে ইমতিয়াজ সুলতান জনি এবং পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন ও সাধারণ সম্পাদক পদে মোফাজ্জল হোসেন নির্বাচিত হয়েছেন। ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ রকিবুল ইসলাম রকিব ও সাধারণ সম্পাদক সরকার মোঃ সব্য সাচী মঙ্গলবার (৯ জুলাই) রাতে এক বছরের জন্য এ দুটি নতুন কমিটি অনুমোদন করেন।
গৌরীপুর উপজেলা ও পৌর ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করায় কেন্দ্রিয় ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে ওইদিন রাতে গৌরীপুর পৌর শহরে একটি আনন্দ মিছিল করেন স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা।