বাগেরহাটের নবাগত জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ বলেছেন, ‘নদী হচ্ছে মানবসত্ত্বা, তাকে বাঁচিয়ে রাখতে হবে। মঙ্গলবার(৯জুলাই) বিকাল পাঁচটার দিকে চিতলমারী উপজেলা পরিষদ মিলনায়নে নবাগত জেলা প্রশাসকের সাথে উপজেলাধীন সকল বিভাগীয় কর্মকর্তা ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভায় তিনি প্রধান অতিথি ছিলেন। অনুষ্ঠানে সভাপত্বি করেন চিতলমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুল আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অশোক কুমার বড়াল, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ বাবুল হোসেন খান, সাধারণ সম্পাদক পীযূষ কান্তি রায়, চিতলমারী প্রেস ক্লাবের সভাপতি মুন্সী দেলোয়ার হোসেন, চিতলমারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পংকজ মন্ডল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, বড়বাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদ সরদার, সন্তোষপুর ইউপি চেয়ারম্যান সামিয়া রহমান বিউটি, থানার পরিদর্শক (তদন্ত) মোঃ ইকরাম হোসেন, শেখ হেলাল উদ্দীন একাডেমীর অধ্যক্ষ সুখময় ঘরামী।