পাবনার সুজানগরে পুলিশের সাথে কথিত “বন্দুকযুদ্ধে” শীর্ষ সন্ত্রাসী ও ডাকাত সর্দার সাইফুল ইসলাম ওরফে গেদা লাল (৩০) নিহত হয়েছে। গতকাল বুধবার রাতে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাসামপুর ঈদের মাঠের পাশে এ ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্যও আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি আগ্নেয়াস্ত্র ও একাধিক ধারালো অস্ত্র উদ্ধার করেছে। নিহত গেদা লাল উপজেলার নরসিংহপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
সুজানগর থানার ইন্সপেক্টর (তদন্ত) অরবিন্দ সরকার জানান, ডাকাতি, হত্যা এবং অপহরণসহ পাঁচটি মামলার আসামি ওই গেদা লালকে গত মঙ্গলবার সন্ধ্যা রাতে উপজেলার নরসিংহপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে সে জানায়, হাসামপুর ঈদের মাঠের পাশে অগ্নেয়াস্ত্র রাখা আছে। এ তথ্যের ভিত্তিতে বুধবার রাত ২টা ২০মিনিটে সহকারী পুলিশ সুপার (সুজানগর সার্কেল) ফরহাদ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে নিয়ে ওই স্থানে অভিযান চালায়। সেখানে আগে থেকে ওতপেতে থাকা ডাকাতদলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। উভয়পক্ষের গুলিবিনিময়কালে ডাকাত সর্দার গেদা লাল পালিয়ে যাওয়ার সময় গুলিবিদ্ধ হয়ে নিহত হয়। এ সময় এসআই মিনারুল ইসলাম, কনস্টেবল আমজাদ হোসেন ও নুরুল ইসলাম আহত হয়। তাদেরকে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি শাটারগান, দুই রাউন্ড গুলি ও দেশি তৈরী পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার করেছে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।