বগুড়ার নন্দীগ্রামে রফিকুল ইসলাম (৩৭) নামে এক মাদক বিক্রেতাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার কুন্দারহাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তার রফিকুল ইসলাম উপজেলা ভাটগ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
থানা কর্মকর্তা ইনচার্জ (ওসি) শওকত কবির জানান, রফিকুল ইসলাম কুন্দারহাট এলাকায় মাদকদ্রব্য কেনাবেচা করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তখন মাদক বিক্রেতা পুলিশের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
তাঁর বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে মাদক মামলায় বগুড়া কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।