নীলফামারীর সৈয়দপুর উপজেলার উত্তর সোনাখুলি ধনিপাড়া এলাকায় যাতায়াতের রাস্তা ভরা বর্ষায় ভেঙ্গে পড়েছে। ওই রাস্তাটির মধ্য স্থানে ভেঙ্গে গভীর খালে পরিণত হয়েছে। রাস্তাটি বর্ষার পানিতে ভেঙ্গে যাওয়ায় সেখানে বরেন্দ্র প্রকল্পের পানির পাইপ ও পিডিবির বিদ্যুৎ লাইন বিপদজনক অবস্থায় পড়ে রয়েছে। সেই সাথে হুমকির মুখে পড়েছে সদ্য নির্মিত ছমির উদ্দিন আদর্শ বিদ্যালয়ের নতুন ভবন। রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে যে কোন সময় বিদ্যালয়ের ভবনটি ধ্বসে যেতে পারে। সরেজমিনে গতকাল ওই এলাকায় গিয়ে দেখা যায় বিদ্যালয়ের পাশ দিয়ে ধনিপাড়া গ্রামের লোকজনের যাতায়াতের রাস্তা। বর্ষার পানিতে ওই রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় বর্তমানে ধনিপাড়ার প্রায় ৩শ’ পরিবার যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছে। এলাকার লোকজন জানান, রাস্তাটি ভেঙ্গে যাওয়ায় কর্মজীবী মানুষরা তাদের রিকশা ভ্যান, অটোরিকশা এমনকি বাইসাইকেল নিয়েও ওই রাস্তা দিয়ে যেতে পারছেন না। বিদ্যালয়ের কোলঘেষে শুধু মানুষ কোনমতে যাতায়াত করছে। তবে সেখানে বিদ্যুতের তার থাকায় সেটা বিপদজনক হয়ে দাঁড়িয়েছে। এ বিষয়ে এলাকার লোকজন বোতলাগাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেলাল চৌধুরীকে অবহিত করলেও কাজ হয়নি কোন মেম্বার বলছেন এ বিষয়টি চেয়ারম্যানকে আমি জানিয়েছি। তিনি না আসলে আমার কি করার আছে। বিদ্যুতের তার এ অবস্থায় ভাঙ্গা রাস্তায় পড়ে থাকলেও কর্তৃপক্ষ কোন প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন না। ছমির উদ্দিন আদর্শ বিদ্যালয়ের প্রধান শিক্ষক পুলিশ চন্দ্র দাস জানান, গত কয়েকদিনের একটানা বৃষ্টিতে ওই রাস্তাটি ভেঙ্গে বিশাল গভীরতায় পরিণত হয়েছে। রাস্তা ভেঙ্গে যাওয়ায় সেখানে পড়ে আছে মাটির নিজ দিয়ে টানা বৈদ্যুতিক তার। অপরপাশে বের হয়েছে বরেন্দ্র প্রকল্পের পানির পাইপ। যে কোন সময় এ বৈদ্যুতিক তার থেকে প্রাণহানির ঘটনা ঘটতে পারে। তিনি আরও জানান, ওই রাস্তা ভেঙ্গে যাওয়ায় ধনিপাড়ার স্কুল-কলেজ মাদ্রাসার শিক্ষার্থীসহ সাধারণ মানুষের যাতায়াতের পথ বন্ধ হয়ে গেছে। এটি দ্রুত সমাধানের বিষয়ে তিনি জেলা প্রশাসক মহোদয়ের সুদৃষ্টি কামনা করেছেন।