আসন্ন বাকেরগঞ্জ উপজেলার ১০নং গারুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে উপ-নির্বাচনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলম রনি। গতকাল মহামান্য হাইকোর্ট তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেছেন। আওয়ামী লীগ নেতা ফিরোজ আলম রনি গত ৩০ জুন গারুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে তার মনোনয়নপত্র দাখিল করলে ২জুলাই মনোনয়নপত্র যাচাই-বাছাইকালে উপজেলা নির্বাচন কর্মকর্তা আবদুল হাই আল হাদী তার প্রার্থিতা বাতিল করেন। এ ঘটনায় তিনি মহামান্য হাইকোর্টের দ্বারস্থ হলে আদালত কাগজপত্র যাচাই-বাছাই করে তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন। ইতঃপূর্বে ফিরোজ আলম রনি ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ছিলেন। ইউপি নির্বাচনে প্রার্থিতা ফিরে পাওয়ায় ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকাবাসী স্বস্তি প্রকাশ করেছেন। উল্লেখ্য আগামি ২৫ জুলাই গারুড়িয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে শূণ্য আসনে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।