ঢাকা থেকে ১৪ জন বিসিএস ক্যাডার কর্মকর্তা আশাশুনি উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠান ও স্থান পরিদর্শন করেছেন। মঙ্গলবার (৯ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এ পরিদর্শন কার্যক্রম চলে।
বিটিএটিসি সাভার থেকে ১৪ জন বিসিএস ক্যাডার (যানারা এডমিন, পুলিশ, গণপূর্ত, সমবায় ও কৃষি বিভাগের কর্মকর্তা হিসাবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন) তাদের পরিদর্শন কার্যক্রম শুরু করেন, বুধহাটা ইউনিয়ন পরিষদ হতে। এরপর বুধহাটা ইউনিয়ন ভূমি অফিস, মন্টু সাহেবের রিসোট ও চাপড়াস্থ রিভার ভিউ কেওড়া পার্ক পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা, আরডিও বিশ^জিৎ ঘোষ ও বুধহাটা ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আ ব ম মোছাদ্দেক উপস্থিত ছিলেন।