বগুড়া নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি লিমিটেড নেসকো বগুড়ার ৫ কর্মকর্তা বদলীর আদেশ হলেও বহাল তবিয়তে কাজ করে যাচ্ছে। আর বদলী ঠেকাতে উচ্চ মহলে চলছে তদবির।
অনুসন্ধানে জানা গেছে, নেসকো লি: রাজশাহী উপ মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) এবিএম ইমতিয়াজ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত দপ্তারাদেশে বলা হয় বদলীতে পদস্থ কর্মকর্তাগণ ০৪/০৭/১৯ তারিখ অপরাহেৃর মধ্যে নিজ দপ্তর হতে বদলীর ছাড়পত্র নিয়ে বদলীতে পদস্থ দফতরে যোগদান করবেন।
কিন্তু ঘটনা বলছে অন্য কথা ,কে শোনে কার কথা। প্রমোশন পেয়েও কেউ বগুড়া থেকে নড়তে চাইছেনা। খোঁজ নিয়ে জানা গেছে, এদের মধ্য অধিকাংশই বগুড়ায় রয়েছেন ৫ বছরের অধিক সময় ধরে।
বগুড়া নেসকো ৩ নির্বাহী প্রকৌশলী বিওবি মাহবুবুল আলম চৌধুরীকে বগুড়া নেসকো ১ এ নির্বাহী প্রকৌশলী হিসেবে, দুপচাচিয়া নেসকোর নির্বাহী প্রকৌশলী এবিএম হামিদুর রহমান কে রাজশাহীতে,নির্বাহী প্রকৌশলী ফরিদুল হাসান কে নেসকো দুপচাঁচিয়ায় বিওবি তে বদলী করা হয়।
এদের কেউ দায়িত্ব না নিয়ে পূর্বের কর্মস্থলে বহাল রয়েছেন। ইতঃপূর্বে নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল বিউবি ১ বগুড়া থেকে পিডি হিসেবে রংপুরে ও নির্বাহী প্রকৌশলী জিয়াউল ইসলাম বিউবি ২ কে এসি হিসেবে রংপুরে বদলী করা হলেও বিভিন্ন অজুহাতে তারা স্বপদে বহাল রয়েছেন।
এ বিষয়ে তত্বাবধায় প্রকৌশলী আলহাজ¦ আবদুর রশীদের সাথে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেনি। তত্বাবধায় প্রকৌশলী আলহাজ¦ আবদুর রশীদের বিরুদ্ধেও অভিযোগের অন্ত নেই। পাশের লোকেরা বলছে হজ¦ করে আসার পর থেকে তিনি তার স্বপদটি আকড়ে থাকলেও কাজের কাজ কিছুই হচ্ছেনা তাকে দিয়ে। কারণ হিসাবে জানা যায়, তার চাকুরীর মেয়াদকাল শেষ তাই তিনি এখন নিরবে নিভৃতে থাকতেই পচণ্দ করছেন।