বগুড়ার আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ষ্টেশনের রেলগেট এলাকায় ট্রেন ও ধান বোঝাই ট্রাক্টরের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে প্রাণহানীর কোন ঘটনা না ঘটলেও অল্পের জন্য রক্ষা পেয়েছে চিলাহাটি থেকে খুলনাগামি রকেট মেইল ট্রেনের যাত্রীরা। মঙ্গলবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার পর ট্রাক্টর চালক পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে চিলাহাটি থেকে খুলনাগামি ৩২ ডাউন রকেট মেইল ট্রেনটি ছাতিয়ানগ্রাম ষ্টেশন পার হয়ে এসে ষ্টেশনের দক্ষিন দিকে রেলগেট অতিক্রম করার সময় ছাতিয়ানগ্রাম বাজার থেকে আসা ধান বোঝাই একটি ট্রাক্টর রেলগেট অতিক্রম করতে চেষ্টা করে। এ সময় ট্রেনের ইঞ্জিনের সাথে ট্রাক্টরের পিছনের অংশের ধাক্কা লাগলে ট্রাক্টরটি পাশের রাস্তার ওপর ছিটকে পড়ে। ট্রাক্টরে থাকা শতাধিক বস্তা ধান পাশের খাদে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। ঘটনার পর ছাতিয়ানগ্রাম-আদমদীঘি সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে স্থানীয় জনগনের সহয়তায় রাস্তা পরিস্কার করা হলে প্রায় এক ঘন্টা পর ওই রাস্তায় যানবাহন চলাচল শুরু হয়।
এ ব্যাপারে ছাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক আবু বলেন, ছাতিয়ানগ্রাম রেলগেটে গেটম্যানের জন্য ঘড় নির্মান ও প্রতিবন্ধকতার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হলে সেখানে কোন গেটম্যান নিয়োগ দেয়া হয়নি। এ কারণে এই গেটে মাঝে মধ্যে দুর্ঘটনা ঘটে। তিনি দ্রুত ওই গেটে গেটম্যান নিয়োগের দাবি জানান। তিনি আরোও বলেন, যদি ট্রেনটির সাথে ট্রাক্টরের মধ্যে অংশের ধাক্ক লাগতো তাহলে ট্রেন পড়ে গিয়ে বড় দুর্ঘটনার ঘটার সম্ভবনা ছিল। সান্তাহার ষ্টেশনের ষ্টেশন মাস্টার রেজাউল করিম ডালিম ও সান্তাহার রেলওয়ে থানার ওসি মনিরুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি ট্রেনের চালক বা পরিচালক কেউ তাঁদের অবহতি করেন নি। আদমদীঘি থানার ওসি (তদন্ত ) আবদুর রাজ্জাক বলেন, দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।