পঞ্চগড় ঢাকা আন্তনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেন থেকে দিনাজপুরের বিরলে ১০ বছর বয়সী এক অজ্ঞাত শিশু চলন্ত ট্রেন থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়েছে।
স্থানীয় জনগন আহত ওই শিশুটিকে উদ্ধার করে দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। তার এখনো পরিচয় পাওয়া যায়নি বলে পুলিশ জানায়।
গত সোমবার বিকালে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনটি বিরল উপজেলার কাঞ্চন রেল স্টেশনের কাছে পৌঁছলে অজ্ঞাত ওই শিশুটি ট্রেন থেকে ছিটকে নিচে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। এ সময় স্থানীয়রা দ্রুত শিশুটিকে উদ্ধার করে দিনাজপুর এম, আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেন। শিশুটি সার্জারী বিভাগে (এক্সট্রা ০৪নং) বেডে চিকিৎসাধীন রয়েছে।
বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংবাদ পেয়ে তাৎক্ষনিক বিরল থানার এসআই মানিকুল ইসলামকে ঘটনাস্থল পরিদর্শনসহ আহত ওই শিশুর চিকিৎসা নিশ্চিত করতে সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেন। কেউ ওই শিশুটির পরিচয় পেলে বিরল থানার মোবাইল নম্বর ০১৭১৩৩৭৩৯৬৫-এতে অথবা দিনাজপুর এম আবদুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের কর্তৃপক্ষের সাথে দ্রুত যোগাযোগ করার আহবান জানিয়েছেন তিনি। শিশুটির এখনো জ্ঞান ফেরেনি বলে জানান তিনি।