গাজীপুর জেলা প্রশাসক হিসেবে যোগ দিয়েছেন এস.এম.তরিকুল ইসলাম। এ উপলক্ষে মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর উপজেলাবাসীদের সঙ্গে মতবিনিময় করেন। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা প্রশাসনের কর্মকর্তা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, গণমাধ্যম কর্মী,বিভিন্ন স্কুল কলেজের শিক্ষকসহ সমাজের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে সমাজ থেকে মাদককে বিদায় জানাতে হবে। আমাদের সকলকে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ হাফিজুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মুরাদ কবীর,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ সেলিম আজাদ, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ সাহাব উদ্দিন আহসান, বীর মুক্তিযোদ্ধা মোঃ আবদুর রশীদ, কালিয়াকৈর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফ হোসেন খোকন, ইউপি চেয়ারম্যান অধ্যাপক আবদুল হাকিম, ইউপি চেয়ারম্যান হাজী মোঃ বজলুর রহমান প্রমূখ। উপজেলা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকশিক্ষা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।