ময়মনসিংহের গফরগাঁওয়ে তিনটি ব্যবসা-প্রতিষ্ঠানে তালা কেটে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। এতে চোরের দল নগদ টাকা, মোবাইল সেট, বাইসাইকেল ও অন্যান্য মালামালসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল নিয়ে গেছে। ঘটনাটি গত রোববার গভীর রাতে উপজেলার জালেশ্বর শাহ মিছকিন রোড এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার সালটিয়া ইউনিয়নের জালেশ্বর শাহ মিছকিন রোড এলাকায় মুদি ব্যবসায়ী রঞ্জু মিয়া, আবদুল মোতালেব ও ঔষুধ ব্যবসায়ী আবদুর রশিদ প্রতিদিনের মতো গত রোববার রাতে ব্যবসা শেষে দোকানে তালা লাগিয়ে বাড়িতে চলে যান। এ সময় সংঘবদ্ধ চোরের দল ঐ তিনটি ব্যবসা-প্রতিষ্ঠানে তালা কেটে নগদ টাকা, মোবাইল সেট, বাইসাইকেলসহ প্রায় লক্ষাধিক টাকা মালামাল চুরি করে নিয়ে যায়। এ ঘটনার পর ব্যবসায়ীদের মধ্যে চুরি আতঙ্ক বিরাজ করছে। খবর পেয়ে গফরগাঁও থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।