মঙ্গলবার সকালে বগুড়ার সান্তাহারের ছাতিয়ানগ্রাম রেল ষ্টেশনের উত্তর পাশে নুর ইসলাম ওরফে কাজল (২৮) নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে সান্তাহার রেলওয়ে জিআরপি থানা পুলিশ। নিহত নুর ইসলাম জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার আব্দুল্ল¬াপুর গ্রামের আবদুল হামিদ সরদারের ছেলে।
রেলওয়ে পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা যায়, সোমবার দিবাগত রাতে নুর ইসলাম বাড়ি থেকে বের হয়ে এসে আর বাড়ি ফিরে যায়নি। মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন রেললাইনের পাশে তাঁর ছিন্নভিন্ন লাশ দেখতে পেয়ে সান্তাহার জিআরপি থানায় সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ দুপুরে লাশ উদ্ধার করে।
এ ব্যাপারে সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম জানান, পরিবারের সদস্যদের কোন অভিযোগ না থাকায় নুর ইসলামের লাশ তাঁর পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।