গতবারের মতো এবারো কম দামে কোরবানি পশুর চামড়া কেনা-বেচা হবে বলে শঙ্কা চামড়া ব্যবসায়ী ও চামড়া মালিকদের। আর তাহলে আবারো সর্বনাশ ডেকে আনবে এতিম শিশু-কিশোরসহ দুঃস্থ অসহায় মানুষদের জীবনে। কোরবানির পশুর চামড়া বিক্রয় করা টাকা দিয়ে প্রতি পালিত হয়ে থাকে এতিম, দুঃস্থ ও অসহায় মানুষ। গতবারের মতো এবারো কোরবানীর পশুর চামড়ার দাম কম পাবার শঙ্কা ও চিন্তায় চিন্তিত এতিমদের সেবাদানকারী প্রতিষ্ঠান কর্তৃপক্ষের পাশাপাশি দুঃস্থ ও অসহায় মানুষ।
৪ বছর আগে কালীগঞ্জে বিভিন্ন এলাকায় গরুর চামড়ার দাম যেখানে ছিল ২ থেকে ৩ হাজার টাকা, আর ছাগলের চামড়ার দাম ছিল ৫‘শ থেকে ৮‘শ টাকা। সেখানে গত ২ বছর থেকে অদৃশ্য কারণে গরুর চামড়ার দাম হয়ে যায় ৬০০ থেকে ৭৫০ টাকা, আর ছাগলের চামড়ার দাম হয় ৫০ থেকে ১৫০ টাকা। এতে করে চামড়া বিক্রয় করা টাকা পাবার অধিকারী এতিম, দুঃস্থ ও অসহায় মানুষ পড়েন বিপদে। চামড়া ব্যবসায়ী মকছেদুল জানান, গতবার কম দামে চামড়া কিনলেও লবনসহ বিভিন্ন খরচ বেশী হয়, প্রাথমিক প্রক্রিয়া শেষে আড়তে চামড়া দিলেও আড়ত মালিকের কাছে ম্টো অংকের টাকা পড়ে আছে। গতবার দাম কম হওয়ায় একই বিনিয়োগে চামড়ার সংখ্যা বেশী হলেও তুলনা মূলক ভাবে খুব বেশী ছিলনা।কারণ হিসেবে তিনি জানান, গতবার কম দামের কারণে অনেকে চামড়া বিক্রি না করে সেই চামড়া মাটিতে পুতে দিয়ে সেই পরিমাণ অর্থ পকেট থেকেই বিতরণ করে দেন, অনেকেই চামড়া কেনা-বেচা করেনি। এবারো গতবারের চেয়ে দাম কম হবার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। চামড়া ব্যবসায়ীদের মতো অনেকেই গতবারের মতো এবারো কোরবানীর পশুর চামড়ার দাম কম পাবার শঙ্কা ও চিন্তায় চিন্তিত। বর্তমানে কালীগঞ্জে এখন গরুর চামড়া বিক্রি হচ্ছে ৪,শ থেকে ৫,শ টাকা, আর ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৫০ থেকে ১,শ টাকা। গত বছর অনেকে দাম কম হওয়ার কারণে এতিম খানার পক্ষ থেকে ক্রয় করেন, পরে তারা বিক্রি করে মোটা অংকের টাকা লোকসান খায়। কাঁচা চামড়ার দাম একেবারেই পড়ে গেছে। ঝিনাইদহ জেলার কালীগঞ্জে চামড়া ব্যবসায়ীরা বিপাকে পড়েছেন। কোরবানির ঈদ সামনে চামড়ার দরপতনে ব্যবসায়ীরা হতাশ।ঝিনাইদহের শৈলকুপা বাজারের কসাই আবদুল আলিম জানান, চামড়ার একেবারেই দাম নেই, এক পিস ছাগলের চামড়া মাত্র ৩০ টাকায় বিক্রি হচ্ছে।
কসাই রাশেদ ইসলাম জানান, গরুর চামড়া প্রতি পিস ১৫০ টাকা থেকে ৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। চামড়ার দর কমে যাওয়ায় মাংস চড়া দামে বিক্রি হচ্ছে।
ঝিনাইদহের চামড়া ব্যবসায়ী মো. আবতাব হোসেন বলেন, পাঁচ ফুট সাইজের এক পিস ছাগলের চামড়া বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকা। ২০ ফুট সাইজের এক পিস গরুর চামড়া বিক্রি হচ্ছে ৩০০ টাকা। আর মহিষের চামড়া প্রতি পিস ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে। তারও ক্রেতা মিলছে না বলে তিনি জানান। চামড়ার প্রধান ক্রেতা ঢাকার ট্যানারি কারখানার মালিকেরা। তারা চামড়া কিনছেন না। তাদের কাছে এ অঞ্চলের চামড়া ব্যবসায়ীদের বহু টাকা বকেয়া পড়েছে।
কালীগঞ্জে অন্তত ১৫ টি এতিমখানায় ২ হাজার এতিম প্রতি পালিত হয়ে থাকে। কোরবানির পশুর চামড়া এসব সেবাদানকারী ও এতিম খানার প্রধান আয়ের উৎস। একটি স্বার্থান্বেষী মহলের জন্য কোরবানির পশুর চামড়ার দাম অদৃশ্য কারণে গতবার কম হওয়ায় ক্ষুদ্ধ ও হতাশ হন কোরবানিদাতা ও সুবিধাভোগী এতিম, দুঃস্থ ও অসহায় মানুষ। আবার ব্যবসায়িরা ক্রয় করে বিক্রি করার সময় তারা ম্টো অংকের টাকা লোকসান খেয়েছিল। এমনকি চামড়ার কোন ক্রেতাই ছিল না। অনেকে লবন দিয়ে অনেকদিন রেখেছিল দামের আশায় তাতে ও লাভ হয়নি।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, গতবারের মতো এবারো কোরবানির পশুর চামড়ার দাম কম পাবার শঙ্কায় ও চিন্তিত সবাই। সুবিধাভোগী এতিম, দুঃস্থ ও অসহায় মানুষদের কথা মাথায় রেখে সরকার ও ট্যানারি মালিকদের কাছে দাবি জানায় বেশী দাম দিয়ে চামড়া কেনার। তিনি পশু জবাইয়ের পর বর্জ্য অপসারণে সহায়তা কামনা করে নির্ধারিত স্থানে পশু জবাইয়ের অনুরোধ জানান পৌরবাসীর কাছে।