খুলনা চুয়াডাঙ্গা রেলওয়ে সড়কের কালীগঞ্জে ৮টি অরক্ষিত রেল ক্রসিং। আর ওই রেল ক্রসিং গুলোতে গেইটম্যান ও গেইটবার না থাকায় খুবই বিপজ্জনক হয়ে পড়েছে। কয়েকদিন পর পরই রেলওয়ে সড়কের ওই অরক্ষিত রেল ক্রসিংগুলোতে ঘটছে দুর্ঘটনা। এ ছাড়া জনস্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের সতর্ক নোটিস বোর্ড নেই, দু,একটি স্থানে থাকলে তাতে কোথাও কোথাও রং উঠে গেছে। কোথাও আবার নোটিস বোর্ডের সামনে আগাছায় ভরে গেছে। স্থানীয়দের দাবি অনতিবিলম্বে রেল ক্রসিং গুলোতে গেইটম্যান ও গেইটবারের ব্যবস্থা এবং সতর্ক নোটিস বোর্ড গুলোর সংস্কার করা হউক।প্রতিদিন এই রেলওয়ে সড়ক দিয়ে খুলনা থেকে ঢাকা, রাজশাহি, ঈশ^ররদী, পোড়াদাহসহ বিভিন্ন রুটে অর্ধশত ট্রেন আসা-যাওয়া করছে। কিন্তু কালীগঞ্জ উপজেলা সীমানায় ৮টি রেল ক্রসিং খুবই বিপজ্জনক। এই রেল ক্রসিং গুলোতে এ নেই কোন গেইটম্যান বা গেইটবার। ফলে স্থানীয়রা প্রতিদিন মৃত্যু ঝুঁকি নিয়ে এসব রেল ক্রসিং পারাপার হচ্ছেন। এতে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা। যেমন বারবাজার ফুলবাড়ি গেটে বিয়ের বরযাত্রির মাইক্রো গেট পার হবার সময় ট্রেনের সাথে ধাক্কা খেয়ে ৫ জন মারাগিয়েছিল। বাবরা রেলক্রসিং নামক স্থানে ঘটেছে একাধিক ধূর্ঘটনা, মারা গেছে বেশ কয়েকজন।
বিশেষ করে বারবাজার থেকে মোবারকগঞ্জ রেল ষ্টেশনের পাশে বাবরা রেলক্রসিং ও সুন্দরপুর রেল ষ্টেশনের কাছে রয়েছে কয়েকটি ফাকা রেলক্রসিয়। এসব স্থানে কোন গেটম্যান নেই।
রেলওয়ে সড়কে কালীগঞ্জ সীমানার ৮টি স্থানে গেইটবার না থাকায় ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার হচ্ছেন পথচারীরা। এগুলো হলো চাচড়া গ্রাম, সুন্দরপুর, মধুপুর, বাবরা,রঘুনাথপুর,মুন্দিয়া,ফুলবাড়িগেট,পিরোজপুর বিপদজনক ওইসব রেল ক্রসিং গুলোতে জনস্বার্থে রেলওয়ে কর্তৃপক্ষের সতর্ক নোটিস বোর্ড নেই।আবার দু,একটা যা আছে কোথাও রং উঠে গেছে আবার কোথাও নোটিস বোর্ডের সামনে আগাছায় ভরে গেছে। তাছাড়া ওই স্থান গুলোতে চলাচলকারী অনেক পথচারীই সতর্ক নোটিস বোর্ড সম্পর্কে অজ্ঞ। এ ব্যাপারে তাদের কোন ধারণা না থাকায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা। ওই সড়কে শুধুমাত্র কালীগঞ্জ উপজেলার বারবাজার ও মোবারকগঞ্জ রেলষ্টেশনের কালীগঞ্জ কোটচাদপুর সড়কে ২টি রেল ক্রসিং এ রেলওয়ে অনুমোদিত গেইটম্যান ও গেইটবার রয়েছে।
যেসব স্থান র্দীর্ঘ বছর ধোরে ফাকা রয়েছে সেখানে একটি করে গেইটবার খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া গেইটবার না থাকায় মাঝে মধ্যেই ইজিবাইক, অটোরিকশা, সিএনজি দুর্ঘটনার শিকার হচ্ছে প্রতিদিন এসব স্থান দিয়ে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও চলাচল করে। ক্রসিং এলাকায় কথা হয় পথচারী রাসেল মিয়ার সঙ্গে। তিনি জানান, রেল ক্রসিং এর দু’পাশে রেল কর্তৃপক্ষের সতর্ক নোটিস গুলো অকেজো হয়ে গেছে। বোর্ড গুলোর কোথাও রং উঠে গেছে আবার কোথাও বোর্ডের সামনে জঙ্গল হয়ে গেছে। তাই এগুলো সংস্কার হওয়া দরকার। আর যেহেতু এই ক্রসিং গুলো দিয়ে চলাচলকারী পরিবহনের শ্রমিকরা অনেকেই লেখাপড়া জানেন না। ফলে ওই সতর্ক নোটিস বোর্ড তাদের জন্য কোন কাজে আসবে না। যে কারণে রেল কর্তৃপক্ষ ওই রেলওয়ে সড়কের দুর্ঘটনা প্রবল স্থান পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ ওই রেল ক্রসিং গুলোর গেইটম্যানসহ গেইটবার লাগানোর ব্যবস্থা করা দরকার।
মোবারকগঞ্জ রেলষ্টেশন মাষ্টার বলেন, এসব বিষয়টি রেলওয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তারা ব্যবস্থা নিবেন বলে আশস্ত করেছেন। আর জনস্বার্থে লাগানো সতর্ক নোটিস বোর্ড গুলোর বিষয়ে তিনি বলেন, এ ব্যাপারে তিনি কিছু বলতে পারবেন না। এটা রেলওয়ে ইঞ্জিনিয়ারিং বিভাগের কাজ, তারা ভাল বলতে পারবেন। তবে বিষয়টি তাদের অবগত করবেন বলে জানান তিনি।